X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ছেলেকে বিদেশে পাঠানোর জন্য টাকা দেওয়াই কাল হলো কুলসুমের!

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০২

ছেলেকে বিদেশ পাঠানোর জন্য কাতারফেরত সুমন শেখকে (৩১)  ধাপে ধাপে ছয় লাখ টাকা দিয়েছিলেন কুলসুম বেগম (৩৫)। এই টাকা দেওয়াই কাল হলো তার জন্য! বিদেশ পাঠাতে ব্যর্থ হওয়ায় টাকা ফেরত চাইলে গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় কুলসুমকে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে দা দিয়ে কুপিয়ে হত্যা করে সুমন শেখ। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সুমন এই কথা জানিয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি)  দুপুরে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হত্যার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৫ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক নারীর কঙ্কাল উদ্ধার করে পুলিশ। এরপর পিবিআই মামলাটি গ্রহণ করে তদন্ত শুরু করে। মরদেহ উদ্ধারের এক মাস পর রহস্য উদঘাটন করা হয়েছে। হত্যাকাণ্ডের পর উদ্ধার করা সরঞ্জাম

নিহত কুলসুম বেগম (৩৫) পূর্ব রুশদী গ্রামের আলী আকবর মোড়লের মেয়ে। সে পূর্ব হাসাড়গাও গ্রামে বসবাস করছিল। মূল আসামি সুমন শেখ (৩১) একই গ্রামের আলী হোসেনের ছেলে। সে পেশায় সিএনজি অটোরিকশাচালক।

জানা যায়, ৫ ফেব্রুয়ারি দুপুরে হাসাড়গাঁও গ্রামের জমিতে এক নারীর হাড়, মাথার খুলি, স্যান্ডেল, মাথার ক্লিপ ও ছেঁড়া কাপড়ের অংশ পাওয়া যায়। যা দেখে কুলসুমের ছেলে কামরুল তার মায়ের মরদেহ নিশ্চিত করে। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে ৭ ফেব্রুয়ারি তার ছেলে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলন করে পিবিআই জানিয়েছে, ১৭ জানুয়ারি মায়ের বাসা থেকে নিজ বাসায় যাচ্ছিলেন কুলসুম। এরপর পরিবারের সদস্যরা তার মোবাইল ফোন বন্ধ পায়। এর আগে তার ছেলে মানিকগঞ্জের সিঙ্গাইর চলে যায় কর্মস্থলে যোগ দিতে। কুলসুমের মোবাইল বন্ধ পেয়ে তার আত্মীয় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন।

৫ ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে স্থানীয় গ্রামের এক ব্যক্তি ফোন করে কামরুল হাসানকে জানান, পূর্ব হাসাড়গাও গ্রামে তার বাবার জমিতে হাড়, মাথার খুলি, স্যান্ডেল, মাথার ক্লিপ ও ছেঁড়া কাপড়ের অংশ পাওয়া গেছে। তখন কামরুলের বোন ইসরাত জাহান অরিন লাশের সঙ্গে থাকা এসব দেখে শনাক্ত করেন। মানিকগঞ্জ থেকে ঘটনাস্থলে এসে কামরুলও তার মায়ের পরিচয় নিশ্চিত করে। এরপর পিবিআই ৭ ফেব্রুয়ারি এ মামলাটি গ্রহণ করে।

পিবিআই আরও জানায়, নিজেদের গুপ্তচর ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনায় অভিযুক্ত সুমন শেখকে শনাক্ত করে তারা। ১৮ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণাদি বাজার এলাকা থেকে গ্রেফতার করে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি