X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মঙ্গলের নতুন নতুন ছবি পাঠাচ্ছে নাসার মহাকাশ যান, বিজ্ঞানীদের উচ্ছ্বাস

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৩
image

মঙ্গলগ্রহে সফলভাবে পা রাখার পর সেখানকার আরও নতুন কয়েকটি ছবি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার পাঠানো যান পারসিভেয়ারেন্স। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) নিজস্ব ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন তিনটি ছবি প্রকাশ করেছে নাসা। এ ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে সংস্থার বিজ্ঞানীরা বলেছেন, মহাকাশ যা্নটি ভালো অবস্থায় আছে এবং গ্রহের পৃষ্ঠভাগ থেকে নতুন নতুন ছবি পাঠাচ্ছে। এর আগে গ্রহে অবতরণের সময়কার দুইটি ছবি প্রকাশ করেছিল নাসা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মঙ্গল গ্রহের বিষুব এলাকার জেযেরো নামক স্থানে এক গভীর গর্তে এই রোভারটিকে নামানো হয়েছে। ৬ চাকার এই মঙ্গলযানটি আগামী ২ বছর মঙ্গলগ্রহ থেকে নমুনা সংগ্রহের কাজ করবে। হ্রদ চত্বরে মাটি ও পাথরের মধ্যে খনন করে অনুজীবের অস্তিত্ব রয়েছে কিনা, আদৌও কোনও অস্তিত্ব ছিল কিনা, তার সন্ধান চালাবে এই রোবট।

লাল গ্রহের বুকে ঠিক কী ভাবে পালকের মতো আলতো পা ছোঁয়াতে পারল নাসার রোভার , তার তাকলাগানো ছবি পাঠিয়েছিল অবতরণের অব্যবহিত আগেই। মঙ্গলে নামার সময় এমন ছবি এর আগে আর কোনও মহাকাশযানই তুলে পাঠাতে পারেনি। নামার কয়েক মুহূর্তের মধ্যে আবারও এলো নতুন ছবি।

নাসার মিশন অপারেশন্স সিস্টেমের (এমওএস) ম্যানেজার পাওলিন হোয়াং বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি যে রোভারটি স্কাই ক্রেনের ঝুলে থাকার সময়কার ছবি যখন আমরা দেখেছি তখন তা ছিল দারুণ অনুভূতি। বিজ্ঞানীদের গোটা দল যেন বাকরুদ্ধ হয়ে গেছিলো। শুধুই বিজয়ের অনুভূতি বোধ হচ্ছিলো। সত্যি করে বলতে গেলে এটা ছিল অবিশ্বাস্যরকমের।’

নাসা নতুন যে তিনটি ছবি প্রকাশ করেছে তার একটিতে দেখা গেছে রোভারকে লাল গ্রহের বুকে নিরাপদে নামাচ্ছে মহাকাশযান। সেখান থেকেই দেখা যাচ্ছে ওই চত্বরে কোথায় কোথায় গর্ত রয়েছে, কোথায় সমতল রয়েছে। অপর ২টি ছবি তোলা হয়েছে নাসার ল্যান্ডারের মাথার উপরে রাখা সুপারক্যামের মাধ্যমে। সে দুটি ছবিই তোলা হয়েছে মঙ্গলগ্রহের নামার ঠিক আগে ও পরের মুহূর্তে। প্রতিটিই উচ্চ রেজ্যুলেশনের ছবি।

/এফইউ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ