X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আবার মেলবোর্নের ‘রানী’ ওসাকা

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৪

২০১৯ সালে মেলবোর্ন পার্কে উঁচিয়ে ধরেছিলেন ট্রফি। একবছর ‘বিরতি’ দিয়ে আবারও মেলবোর্নের রানী নাওমি ওসাকা। অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের ফাইনালে শিরোপা জিতেছেন এই জাপানিজ। আজ (শনিবার) শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে।

২৩ বছর বয়সী ওসাকার জয়রথ ছুটছে। টানা একবছর কোনও ম্যাচ হারেননি তিনি! ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতার পথে জিতেছেন টানা ২১ ম্যাচ। মেলবোর্ন পার্কে জিতলেন তিনি দ্বিতীয় শিরোপা। ২০১৯ সালে প্রথমবার হাতে তুলেছিলেন ট্রফি। সব মিলিয়ে এটি তার চতুর্থ গ্র্যান্ড স্লাম জয়। এর আগে ২০১৮ ও ২০২০ সালের ইউএস ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন।

সবচেয়ে বড় ব্যাপার হলো, গ্র্যান্ড স্লাম ফাইনালে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুন্ন রাখলেন ওসাকা। এবারের অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে চতুর্থবার মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন। ব্র্যাডিকে হারিয়ে চারে চার করলেন এই জাপানি তরুণী। তাতে পুরনো একটা রেকর্ডও নতুন করে সামনে আনলেন। ১৯৯১ সালে মনিকা সেলসের পর প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের প্রথম চার গ্র্যান্ড স্লাম ফাইনালে অজেয় থাকলেন ওসাকা।

এই জয়টাও এসেছে আবার দর্শকদের সামনে। মেয়েদের ফাইনাল দেখতে রড লেভার অ্যারেনায় অনুমতি দেওয়া হয়েছিল সাড়ে ৭ হাজার দর্শককে। এতে ২০২০ সালের ইউএস ওপেনের দুঃখ জুড়িয়েছে ওসাকার। কারণ গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতায় ট্রফি জিতলেও ফাঁকা গ্যালারিতে উদযাপন ঠিকঠাক হয়নি। তাই দর্শক পেয়ে তার আনন্দ বেড়ে গেছে কয়েক গুণ।

ওসাকা সেই আনন্দ প্রকাশ করলেন এভাবে, ‘ভক্তদের সামনে পাওয়াটা অবিশ্বাস্য ব্যাপার। আগের গ্র্যান্ড স্লাম খেলতে হয়েছিল ভক্তদের ছাড়া, তাদের সমর্থন অন্যরকম মানে রাখে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!