X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কেমন হলো ভারতের টি-টোয়েন্টি দল

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৭

আইপিএলের কারণে ভারতে এত বেশি টি-টোয়েন্টি পারফরমার যে, নির্বাকদের দল নির্বাচন নিয়ে হিমশিম খেতে হয়। এই জায়গায় করোনাভাইরাস ‘ধন্যবাদ’ পেতেই পারে নির্বাচকদের কাছ থেকে! প্রাণঘাতী ভাইরাসের মধ্যে খেলা হওয়ায় বড় স্কোয়াড দেওয়ার সুযোগ হচ্ছে তাদের। তাই ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড হয়েছে ১৯ সদস্যের।

অস্ট্রেলিয়া সিরিজে বিশ্রাম পাওয়া খেলোয়াড়রা যেমন ফিরেছেন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে, তেমনি আবার ডাক পেয়েছেন নতুন তিন ক্রিকেটার। আইপিএল ও ঘরোয়া অন্য প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সে জাতীয় দলের দরজা খুলে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ও ইশান কিষানের। তাদের সঙ্গে প্রথমবার ভারতীয় দলে গত বছর রাজস্থান রয়্যালসের ‘ম্যাচ উইনার’ অলরাউন্ডার রাহুল তেওয়াকিয়া।

বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে ৯৪ বলে ১৭৩ রানের অসাধারণ ইনিংস খেলার দিনেই জাতীয় দলে ডাক পাওয়ার সুখবর পেয়েছেন কিষান। এই উইকেটকিপার ব্যাটসম্যান সুযোগ পাওয়ায় জায়গা হারিয়েছেন সঞ্জু স্যামসন।

২০২০ সালের আইপিএল দুর্দান্ত কেটেছে তেওয়াকিয়ার। রাজস্থানের কাণ্ডারি হয়ে উঠেছিলেন তিনি। বেশ কয়েকটি ম্যাচে একা লড়াই করেছেন এই অলরাউন্ডার। ঘরোয়া অন্য প্রতিযোগিতাতেও আলো ছড়িয়ে যাচ্ছিলেন। তারই পুরস্কার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজে সুযোগ হয়ে গেল তার।

এদিকে অস্ট্রেলিয়া সফরের কুড়ি ওভারের সিরিজ থেকে বাইরে থাকা রোহিত শর্মা, ঋষভ পান্ত, ভুবনেশ্বর কুমার ও বরুন চক্রবর্তী ফিরেছেন। শেষের জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন চোটে। তার মতোই চোট কাটিয়ে ফিরেছেন ভুবনেশ্বর। ডানহাতি পেসার ফেরায় বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রিত বুমরাকে।

সফরকারী ইংলিশদের বিপক্ষে এখন চলছে ভারতের টেস্ট সিরিজ। চার ম্যাচের টেস্ট সিরিজ শেষে ১২ মার্চ শুরু হবে টি-টোয়েন্টির লড়াই।

স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, বরুন চক্রবর্তী, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াকিয়া, টি নাটারাজন, ‍ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নভদীপ সাইনি, শার্দূল ঠাকুর।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী