X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

প্রভাত ফেরি দেরিতে হওয়ায় ছাত্র ইউনিয়নের ক্ষোভ

চবি প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাত ফেরি দেরিতে হওয়ায় প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়ন। গত বছর থেকে ভোরের বদলে সকাল দশটার সময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন উপাচার্য। এতে প্রশাসনের হাত ধরে ভোরের প্রভাত ফেরি সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। 

রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির চবি সংসদের দপ্তর সম্পাদক সাজাং চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একুশের ভোরের প্রভাতফেরি সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে এবং সেটি প্রশাসনের হাত ধরেই। গত বছর থেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন বেলা ১০টায়। শুধু তাই নয়, এর আগে প্রভাত ফেরি শেষ করে আসা বিভিন্ন সংগঠনের কাউকেই শহীদ বেদীতে ফুল দিতে দেওয়া হচ্ছে না। এর ফলে আবহমানকাল ধরে চলে আসা ‘প্রভাত ফেরি’ শব্দটি তার যথার্থতা হারাচ্ছে।’

ছাত্র ইউনিয়নের চবি সংসদের সাধারণ সম্পাদক আশরাফী নিতু বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা গত বছর প্রশাসনকে বিষয়টি অবগত করেছিলাম। আজকেও প্রক্টর কার্যালয় গিয়েছিলাম, কিন্তু তাদের পাইনি।

তবে এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে জানান, ‘বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন প্রস্তুতি কমিটির সম্মিলিত সিদ্ধান্তে সময়গুলো নির্ধারণ করা হয়। এখন করোনা পরিস্থিতির কারণে এ সময়ে আয়োজন করা হয়। আর আজকে জাতীয় দিবস উপলক্ষে তো সরকারি ছুটি। তাই প্রক্টর কার্যালয় বন্ধ থাকে। তবে আমরা ক্যাম্পাসেই আছি, উপাচার্য কার্যালয়ে আলোচনা সভায় ছিলাম।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট