X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাউফলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

পটুয়াখালী প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৪

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ইব্রাহিম ফারুক ও হারুন অর রশিদকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা উপজেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রবিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের পাবলিক মাঠের পাশে রিকশাস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে নাজিরপুর ইউপির চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ খান, দাসপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরিফ খান, বাউফল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ইউসুফ রানা, পৌর সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম মেহেদী, সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ ও যুবলীগ নেতা সিদ্দিক উল্লাহসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

জানা গেছে, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আসম ফিরোজ এমপি গ্রুপের লোকদের সঙ্গে বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল গ্রুপের ছাত্রলীগ নেতাদের সংঘর্ষের ঘটনা ঘটে । এসময় মেয়র জিয়াইল হক জুয়েল গ্রুপের নেতারা উপজেলা ছাত্রলীগের দেওয়া শ্রদ্ধাঞ্জলির একটি তোড়া ভেঙ্গে ফেললে ওই সংঘর্ষ ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় মেয়রপন্থী ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করলে এমপি গ্রুপের কর্মীরা তাতে ইট নিক্ষেপ করে। এ কারণে রাতে আবারও দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান হাসান বলেন, গত রাতের ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কুন্ডপট্টিতে অবস্থিত দলীয় কার্যালয় থেকে শহরে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনের ফটক প্রদক্ষিণ করে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পাবলিক মাঠের সামনে রিকশাস্ট্যান্ডের কাছে এলে এমপি গ্রুপের লোকজন মিছিলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এরপর দুই পক্ষে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীর জানায়, থানার পাশে এ ঘটনা ঘটলেও পুলিশের ভূমিকা ছিল নীরব। শহরের থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্গে ঘটনার পরপর ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে পুলিশ মোতায়েন আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ