X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লাখো মোমবাতি জ্বেলে শহীদদের স্মরণ

নড়াইল প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৪

৬ একরের বিশাল মাঠ। তার বুকে লাখো মোমবাতির একসঙ্গে জ্বলে ওঠা। সেই আলোর রোশনাইয়ে দেদীপ্যমান হয়ে ফুটে ওঠা শহীদ মিনার, স্মৃতিসৌধ, জাতীয় ফুল শাপলা, বাংলা বর্ণমালার নানা অক্ষর আর আল্পনা-সমবেত উপস্থিতির চোখে আলোয় ভাসা এই দৃশ্যপটের সঙ্গে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি-যেন দেশকে ভালোবাসার সব মন্ত্র এক হয়ে বাজছে অন্তরে। উপস্থিত হাজার হাজার নারী পুরুষ শিশুও আয়োজকদের নিরাশ করেননি, তারা আলোর কারিগরির মাঝেই খুঁজে নিয়েছেন দেশকে আর নিজের ভাষাকে ভালোবাসার উদ্দীপনা। সমবেত স্বরে তাই একুশের সুর ছিল সহস্র কণ্ঠে হৃদয় দিয়ে গাওয়া।

নড়াইলে রবিবার (২১ ফেব্রুয়ারি) এমনই এক সন্ধ্যা নেমেছিল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে (কুরিরডোব মাঠে)। লাখো মোমবাতি প্রজ্বালন করে ব্যতিক্রমী আয়োজনে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে এখানে। ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’-এই শ্লোগানকে সামনে রেখে মৌলবাদ, কুশিক্ষা, পশ্চাদমুখিতা আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিল তাদের রুখে দাঁড়ানোর প্রত্যয়। একুশের আলো, নড়াইল এই ব্যতিক্রমী ও নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সব অন্ধকারকে দূর করে আলোর পথে চলার দৃপ্ত শপথ ঘোষণা করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও দর্শনার্থীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশ উদযাপনে রবিবার সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে এ মাঠে লাখো মোমবাতি জ্বালানো হয়। আর ভাষা দিবসের ৭০তম বার্ষিকীতে ওড়ানো হয় ৭০টি ফানুস। দর্শনার্থীরা খুশি এ অপরূপ দৃশ্য দেখে। এসময় উপচেপড়া ভিড়ে মাঠে তিল ধারণের ঠাঁই ছিল না।
রবিবার সন্ধ্যা ৬টায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় পুলিশ সুপার মো. জসিম উদ্দিন পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার নব নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা, একুশ উদযাপন পর্ষদের আহ্বায়ক প্রফেসর মুন্সি হাফিজুর রহমান, সদস্য সচিব নাট্য ব্যক্তিত্ব কচি খন্দকার, কোষাধ্যক্ষ শামীমূল ইসলাম টুলু, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটুসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এছাড়া দিনটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গণসঙ্গীত, আবৃতি, নান্দনিক পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, নড়াইলে মোমবাতি প্রজ্বালনের ব্যতিক্রমী এ আয়োজন ১৯৯৭ সালে সুলতান মঞ্চ চত্বরে প্রথম শুরু হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন