জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে দলীয় মনোনয়নের বাইরে প্রার্থী হয়ে প্রচারণা চালানোর দায়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র মো. শাহ্ নেওয়াজ শাহেনশাহ ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ নুরনবীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মো. শাহ্ নেওয়াজ শাহেনশাহ নারিকেল গাছ ও শেখ মোহাম্মদ নুরনবী জগ প্রতীকে পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছেন।
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে রবিবার (২১ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের এই দুই নেতাকে বহিষ্কার করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মো. শাহ্ নেওয়াজ শাহেনশাহ নারিকেল গাছ প্রতীক নিয়ে এবং শেখ মোহাম্মদ নুরনবী জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ঘটনায় গঠনতন্ত্রের ৪৭(১) ধারায় তাদের দু’জনকে বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতিপূর্বক বহিষ্কার করা হলো।
তবে বহিষ্কারের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন সাবেক মেয়র মো. শাহ্ নেওয়াজ শাহেনশাহ। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে বহিষ্কারের বিষয়ে কিছু জানি না। আর যারা আমাদের বহিষ্কার করেছেন, তারা যদি একা আওয়ামী লীগ করতে চান করুক, আমরা থাকবো না।