X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪০ নেতাকর্মীর নামে মামলা

পটুয়াখালী প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৪

পটুয়াখালীর দশমিনায় শহীদ বেদীতে ফুল দিতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।  রবিবার (২১ ফেব্রুয়ারি) রাতে পুলিশ বাদী হয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম বাদলকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনের নামে এ মামলাটি করেন। 

পুলিশ জানায়, ২১ ফেব্রুয়ারি রাতে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা ফুল দিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসময় পুলিশ তাদের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বেরিয়ে যেতে বললে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে পুলিশের দুই এএসআইসহ ৪ পুলিশ সদস্য ও বিএনপির দুই নেতা আহত হয়। এ ঘটনায় ওই রাতেই দশমিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বাদলকে আটক করে পুলিশ।

উপজেলা বিএনপির সভাপতি আলীম তালুকদার বলেন, পুলিশি লাঠিপেটায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল এবং সিকদার এজাজুরুল ইসলাম এজাজসহ ১৫ জন আহত হয়েছে। আহত বিএনপি নেতা বাদল ও এজাজকে রাত ১২.১৫ মিনিটের দিকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ও অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী  উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, রাত পৌনে ১২ টার দিকে দশমিনা উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় শ্লোগান দিয়ে ভাষা শহীদ বেদীতে ফুল দিতে  দশমিনা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রবেশ করে। শহীদ মিনার এর কাছাকাছি পৌঁছলে থানা পুলিশ দলীয় শ্লোগান দিতে নিষেধ করেন । এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ও বিএনপির নেতাকর্মীরা দৌড়ে মাঠ থেকে বেরিয়ে যায়। 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, এঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আটককৃত ফখরুল ইসলাম বাদলের কাছ থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া