X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এলো ‌‘আমি সৌমিত্র’র একঝলক (ভিডিও)

বিনোদন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৯

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় চলে যাবার তিন মাস পরে এলো তার শেষদিকের অন্যতম কাজ ‘আমি সৌমিত্র’র টিজার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (২১ ফেব্রুয়ারি) তার জীবনী নিয়ে তৈরি তথ্যচিত্রটির একঝলক প্রকাশ হলো।

এতে শুধু অভিনেতা নন; কবি, নাট্যকার, নাট্যপরিচালক, চিত্রকর সৌমিত্রকেও দর্শক আরও কাছ থেকে জানতে পারবেন। গোটা বিষয়টির নেপথ্যে রয়েছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। পাশাপাশি এই কাজে সৌমিত্র কন্যা পৌলমী বসুও প্রচুর সাহায্য করেছেন।
যা বোঝা গেলো, সিনেক্স এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত টিজারটিতে।

জানা যায়, করোনার লকডাউনের পর কাজে ফিরেছিলেন সৌমিত্র নিজেও। হাতে থাকা একের পর এক ছবির শুটিং ও ডাবিং শেষ করছিলেন তিনি। যার মধ্যে ছিল এই ডকু-ফিচার।

এই তথ্যচিত্র একটু আলাদাভাবে তৈরি করতে চেয়েছেন পরিচালক। এক দীর্ঘক্ষণের আড্ডা ক্যামেরাবন্দি করেছেন তিনি। যেখানে ছিলেন পরিচালক সন্দীপ রায়, সব্যসাচী চক্রবর্ত্রী, কৌশিক সেন, দেবশংকর হালদারসহ আরও অনেকেই।

উল্লেখ্য, সৌমিত্র তথ্যচিত্রের শেষ শুটিং করেছিলেন ৩০ সেপ্টেম্বর। এর ছয় দিন অসুস্থ থাকার পর হাসপাতালে ভর্তি হন তিনি। ১৫ নভেম্বর তিনি পরপারে পাড়ি জমান।

টিজার:

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য