X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাবি প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

রাবি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনের আশ্বাসে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম এবং হল খোলার দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে জড়ো  হতে থাকেন। সে সময় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে প্রক্টরের উপস্থিতিতে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

হল খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একজন অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খাইরুল ইসলাম দুখু। তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে আমরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছি। আমাদের অর্থনৈতিক অবস্থা শেষ হয়ে যাওয়ার মতো। এই মাস পরে হয়তো আর বাইরে থাকা সম্ভব হবে না। আমাদের নিজেদের প্রয়োজনের তাগিদে এবং পরিবারের দিকে তাকিয়ে আমরা হল-ক্যাম্পাস খুলে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আন্দোলন করছি।’

বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের মিটিং রয়েছে। সেখানে আমাদের দাবি উপস্থাপনের আশ্বাস দিয়েছে। আশা করছি মিটিংয়ে একটা যৌক্তিক সিদ্ধান্ত আসবে।’ যৌক্তিক সিদ্ধান্ত না আসলে আগামী ২৫ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। তবে চাইলেই হল খোলা সম্ভব না। এজন্য শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে সিদ্ধান্ত নিতে হবে।’ মন্ত্রণালয় ও ইউজিসি শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে অবগত উল্লেখ করে অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘শিক্ষামন্ত্রী দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নিয়ে একটা মিটিং করছেন। এ বিষয়ে ইউজিসির আগামী ২৩ তারিখে উপাচার্যদের সঙ্গে মিটিংয়ে বসার কথা রয়েছে।  আমরা আশা করছি সুন্দর সমাধান আসবে।’

প্রসঙ্গত, আবাসিক হল ও ক্যাম্পাস খোলার দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন রাবি শিক্ষার্থীরা। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তালা ভেঙে হলে প্রবেশ করা পর রাবিতে এ আন্দোলন আরও জোরদার হয়। সবশেষ গত ২১ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা তাদের দাবি মেনে নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না