X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির সময় বাড়ানোর দাবি

নীলফামারী প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৫

বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে চাল আমদানির সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন আমদানিকারকরা। তারা বলছেন, গত ১৩ জানুয়ারি বেসরকারি পর্যায়ে ভারত থেকে এক লাখ ১০ হাজার ৫০০ মেট্রিক টন চাল আমদানির জন্য দেশের ৪৪ জন আমদানিকারককে অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী নীলফামারীর পাঁচ জন আমদানিকারক আট হাজার মেট্রিকটন চাল আমদানির অনুমতি পায়। বরাদ্দের অনুকূলে পর্যায়ক্রমে এলসি খোলা হলেও সময়সীমা কম হওয়ায় চাল আমদানিতে হয়রানির স্বীকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা।

নীলফামারী শহরের চাল ব্যবসায়ী আশুতোষ রায় বলেন, ‘আমার রায় এন্টারপ্রাইজের নামে এক হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়। আমি ১১ ফেব্রুয়ারি ১০০ মেট্রিক টন চালের বিপরীতে এলসি খুলেছি। কিন্তু ভারতের ফুলবাড়িতে যানজটের কারণে অদ্যাবধি ওই চাল আনতে পারছি না। সময়মতো চাল না আসায় নতুন করে এলসিও খুলতে পারছি না। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। পাশাপাশি সময়ের স্বল্পতার কারণে নতুন করে আর এলসিও খোলা যাচ্ছে না। এ অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সময়সীমা বৃদ্ধির দাবি জানাচ্ছি।’

একই অভিযোগ শহরের অপর ব্যবসায়ী মেসার্স অরুণ এন্টারপ্রাইজের মালিক অরুণ সিংহ রায়ের। তিনি বলেন, ‘গত ১৩ জানুয়ারি খাদ্য মন্ত্রণালয় থেকে আমার প্রতিষ্ঠানের নামে এক হাজার মেট্রিক টন চাল ভারত থেকে আমদানির অনুমতি পাই। ওই অনুমতির বিপরীতে ২২০ মেট্রিক টন চালের জন্য ২৮ জানুয়ারি নির্দিষ্ট পরিমাণ টাকার এলসি খুলি (এলসি নম্বর ০৮৮১২১০১০০৩২)। প্রথম দফায় ১৬০ মেট্রিক টন চাল আমদানি করার পর দ্বিতীয় দফায় ৬০ টন চাল গত ২ ফেব্রুয়ারি ছাড় করতে বাংলাবান্ধা স্থল বন্দরে যাই। এসময় কাস্টমস ওই ৬০ মেট্রিকটন চালের ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায়। কারণ হিসেবে তারা বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র দাবি করেন। পরে সিএনএফের অনুরোধে ওই চালের ছাড়পত্র দিলেও বিল অব এন্ট্রির ছাড়পত্র দেয়নি। পরে ১১ ফেব্রুয়ারি ওয়েবসাইটে বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর কাস্টম বিল অব এন্ট্রি দেয়।’

তিনি জানান, ১৬ ফেব্রুয়ারি আবারও এলসি খুলতে স্থানীয় ব্যাংক কর্তৃপক্ষ সময়সীমা অতিক্রমের কথা বলে নতুন করে এলসি খুলতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় ছাড়পত্র দেওয়া এক হাজার মেট্রিক টন চালের বাকি ৭৮০ মেট্রিক টন চাল আমদানি করতে পারছেন না বলে জানান তিনি।

তবে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হক ভুইয়া। তিনি বলেন, ‘যারা ১৫ ফেব্রুয়ারির সময়সীমার মধ্যে বরাদ্দের অনুকূলে এলসি খুলে চাল এনেছেন তাদের আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে বরাদ্দের অবশিষ্ট চাল আমদানির জন্য আবেদন করতে বলা হয়েছে। আর যারা ওই সময়ের মধ্যে কোনও এলসি খোলেননি তাদের বরাদ্দ বাতিল করে ওই বরাদ্দ অন্য ব্যবসায়ীকে দেওয়া হবে।’ যাদের আমদানি অনুমতির সমস্যা হচ্ছে তাদের বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা