X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রোনালদোর জোড়ায় জয়ে ফিরেছে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৫

তিন ম্যাচে জয় ছিল না একটিও। সেই জুভেন্টাসকে জয়ের ধারায় ফেরালেন প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদো। সিরি আ’য় তলানির দল ক্রোতোনেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইতালিয়ান জায়ান্টরা।

অবশ্য এমন জয় তাদের প্রয়োজন ছিলই। হতাশার বৃত্তে থাকা দলটির অবস্থান হয়েছিল ষষ্ঠ স্থানে! চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় পাওয়ায় এখন তারা উঠে গেছে তিনে। ২২ ম্যাচে জুভেন্টাসের সংগ্রহ ৪৫ পয়েন্ট। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।

ম্যাচে জুভেন্টাসের শুরুটা ছিল মন্থর গতির। গোল পেতে সময়ও লাগে ৩৮ মিনিট। অ্যালেক্স সান্দ্রোর ক্রস থেকে শুরুর গোলটি করেন রোনালদো। এর পর গোলের জন্য যেন আরও ক্ষুধার্ত হয়ে পড়েন পর্তুগিজ তারকা। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে বুলেট গতির হেডে ব্যবধান করেন দ্বিগুন। তাতে লিগের শীর্ষ গোলদাতার আসনও দখলে নেন আবার। তার গোল এখন ১৮টি। ইন্টার মিলানের রুমেলু লুকাকুর চেয়ে এক গোল বেশি।  

এর পর হ্যাটট্রিক করারও সুযোগ ছিল রোনালদোর। বিরতির আগ মুহূর্তে তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হলে তেমনটা আর হয়নি। তবে দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে দলটির তৃতীয় গোলটি করেছেন ওয়েস্টন ম্যাককেনি। তাতে জয় সুনিশ্চিত হলেও শেষ দিকে গোল করার বেশ কিছু চেষ্টা করেছিলেন রোনালদো।

সেটি না হলেও ক্রোতোনের বিপক্ষে গোল করে বিরল নজির স্থাপন করেছেন।  ইউরোপের শীর্ষ ৫ লিগে ৭৮টি বিভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করেছেন। রোনালদোর চেয়ে বেশি প্রতিপক্ষের বিপক্ষে গোল করার নজির আছে কেবল জ্লাতান ইব্রাহিমোভিচেরই।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র