নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সেনা সদস্যে আসিফ হোসাইন নিশানের (২১) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ডুবরিরা মরদেহটি উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারের পর তার মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। আসিফের বাড়ি নগরীর হালিশহর এলাকায়। তিনি বিএমএর ক্যাডেট ছিলেন।
ফরিদ আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, আসিফ হোসাইন সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকায় বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। খবর পেয়ে আমাদের (ফায়ার সার্ভিস) ডুবুরি দল, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের টিম যৌথ উদ্ধার অভিযান চালান। খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার আমাদের একজন ডুবুরি মরদেহটি খুঁজে পান।