মোহাম্মদপুরের হক ব্রেড অ্যান্ড ফুড প্রোডাক্টসের কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। ফ্যাক্টরিতে যথাযথ লেবেলবিহীন বিভিন্ন উপকরণ দিয়ে মিষ্টি ও বেকারি খাবার প্রস্তুত করতে এবং উৎপাদন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতিসহ তেলাপোকার ও ইঁদুরের বিচরণ লক্ষ্য করেন ভ্রাম্যমাণ আদালত। এসব অপরাধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল ৩ লাখ টাকা জরিমানা আদায় করেন এবং জব্দ করা খাবার ধ্বংস করেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, মোহাম্মদপুর এলাকায় হক ব্রেড অ্যান্ড ফুড প্রডাক্টসের ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ফ্যাক্টরিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি আইটেম ও মিষ্টি উৎপাদন করতে দেখা যায়। ফ্যাক্টরিতে যথাযথ লেবেলবিহীন বিভিন্ন উপকরণ দিয়ে মিষ্টি ও বেকারি খাবার প্রস্তুত করতে দেখা যায়। এছাড়া উৎপাদন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতিসহ তেলাপোকার ও ইঁদুরের বিচরণ লক্ষ করা যায়। রেফ্রিজারেটরে সিঙ্গারা, সমুচা তৈরির কিমার সঙ্গে কাঁচা মাংস সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। একইসঙ্গে মেয়াদউত্তীর্ণ কোমল পানীয় ও অননুমোদিত ফুড এডিটিভ জব্দ করা হয়।
এসব অপরাধে হক ব্রেড অ্যান্ড ফুড প্রোডাক্টস কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর বিধান অনুযায়ী ৩ লাখ জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জব্দকৃত অস্বাস্থ্যকর মেয়াদউত্তীর্ণ খাবার ও অন্যান্য উপকরণ ধ্বংস করা হয়।
অভিযানকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুজ্জামান, নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।