X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সরকারের হস্তক্ষেপে মাইগ্রেশন চায় রংপুরের নর্দান মেডিক্যালের শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৮

প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন রংপুরে অবস্থিত নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের ২৫০ শিক্ষার্থী। তারা মাইগ্রেশন চান। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১ম বর্ষ থেকে ৫ম বর্ষ পর্যন্ত এখানে অধ্যয়নরত প্রায় ২৫০ দেশি ও বিদেশি শিক্ষার্থী প্রতারণার স্বীকার। বর্তমানে আমরা মাইগ্রেশনের আন্দোলনে নেমেছি। আমাদের দাবি হচ্ছে, ১ম বর্ষ থেকে ৫ম বর্ষ পর্যন্ত প্রায় ২৫০জন দেশি-বিদেশি শিক্ষার্থীকে সরকারি হস্তক্ষেপে অন্যান্য বেসরকারি মেডিক্যাল কলেজে মাইগ্রেশনের ব্যবস্থা করা। মেডিক্যালে ভর্তির সময় আমাদের যে কাগজপত্র কলেজে দেওয়া আছে, সেগুলা বিনাশর্তে আমাদের হাতে তুলে দেওয়া।

শিক্ষার্থীরা অভিযোগ তুলে বলেন, আমাদের কলেজের ২০১৪-১৫ সেশন হতে ২০১৯-২০ সেশন পর্যন্ত কোনও শিক্ষার্থীর বিএমডিসি’র অনুমোদন নেই। ২০১৫-১৬ সেশনের ভর্তির পরে ২০১৬-১৭ সেশন হতে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে হাইকোর্টের রিটের ওপর ভিত্তি করে মিথ্যা আশ্বাস দিয়ে ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ সেশনে শিক্ষার্থী ভর্তি করা হয়। পরবর্তীতে কর্তৃপক্ষের সঙ্গে বিএমডিসির রেজিস্ট্রেশন সংক্রান্ত কথা বললে আমাদের ভুয়া এবং বানোয়াট অনুমোদনপত্র দেখানো হয়। নীতিমালা অনুযায়ী আমাদের হাসপাতালের পর্যাপ্ত বেড নেই। পুর্ণাঙ্গ অপারেশন থিয়েটার নেই, কোনও আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ নেই। বিগত এক বছর যাবত আমাদের হাসপাতালের সব কার্যক্রম বন্ধ আছে। আমাদের হাসপাতালে কোনও রোগী নেই। পরীক্ষার জন্যে ভাড়া করে রোগী নিয়ে আসা হয় এবং ভিজিটের সময়ে কর্তৃপক্ষ রোগী ভাড়া করে আনে এবং অধিকাংশই থাকে সাজানো রোগী। নিজস্ব কোনও পরীক্ষা কেন্দ্র নেই। অন্যান্য চাহিদা সামগ্রী যেমন আলাদা রিডিং রুম, ল্যাব, লাইব্রেরি, পর্যাপ্ত মাইক্রোস্কোপ, অ্যানাটমিক্যাল ও প্যাথলজিক্যাল স্লাইড, পুর্ণাঙ্গ ডিসেকশন রুম নেই।

শিক্ষার্থীরা জানান, বিগত ১৭ দিন ধরে আমরা আন্দোলন করে চলছি। কিন্তু বিএমডিসি'র চেয়ারম্যান কর্তৃক আমাদের মাইগ্রেশনের ব্যাপারে মৌখিক আশ্বাস পেলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়