X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষ ও ইজারাদারের পাল্টাপাল্টি অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৩

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ ও ইজারাদারের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। সাফারি পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ করেছে পার্কের ইজারাদার। অপরদিকে ইজারাদারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে করেছে পার্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি উভয়পক্ষ শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন এ সব তথ্য জানান।

জিডি সূত্রে জানা গেছে, ঢাকার গুলশানের নিকেতন এলাকার মৃত আব্দুল জব্বারে পুত্র আজাহারুল ইসলাম নাহিদা অ্যাডভারটাইজিং অ্যান্ড প্রিন্টিং নামে ২০২০-২১ সনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ইজারা গ্রহণ করেন। ইজারা প্রদানের পর থেকেই নীতিমালা অনুযায়ী সাফারি পার্কের সব দায়দায়িত্ব পালন করলেও পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান প্রায়ই তার কাছে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় অনেক সময় তার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। গত ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন থাকায় পার্কে বিপুল দর্শনার্থীর সমাগম হয়। ওই দিন বিকাল সাড়ে ৪টার দিকে দর্শনার্থীদের পার্কের ভিতরে রেখেই বাইরের মূল গেট বন্ধ করে দেওয়া হয়। পরে মূল গেটের সামনে ভারপ্রাপ্ত কর্মকর্তা পার্কের লোকবল নিয়ে ইজারাদারকে মারধর করেন।

ইজারাদার আজাহারুল ইসলাম জানান, বৈধভাবে ইজারা নিয়েও পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা অন্যায় দাবির প্রতিবাদ করায় তাকে ও তার লোকজনকে মারধর করেছেন।

এ ব্যাপারে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান একই দিনে শ্রীপুর থানায় পাল্টা সাধারণ ডায়েরি করেন। তিনি জানান, ইজারাদারের কাছে টাকা দাবি ও মারধরের ঘটনা সঠিক নয়। পার্কের নির্ধারিত সময়ের পরও ইজারাদার প্রধান ফটক বন্ধ না করায় এ বিষয়ে কথাকাটাকাটি হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, উভয়পক্ষের সাধারণ ডায়েরির (জিডি) আবেদন নথিভুক্ত করে তদন্ত হচ্ছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী