টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিমন আকন্দ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভূঞাপুর পৌরসভার পলিশা এলাকার টাওয়ারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিমন আকন্দ ভূঞাপুর পৌরসভার ফকিরপাড়া এলাকার বাছেদ আকন্দের ছেলে। রিমন টাঙ্গাইলের হ্যাবিট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
নিহত রিমনের ফুফাতো ভাই রেজাউল করিম উজ্জ্বল জানান, সন্ধ্যার দিকে রিমন মোটরসাইকেল নিয়ে ভূঞাপুরের দিকে যাচ্ছিল। ভূঞাপুর-তারাকান্দি সড়কের পলিশা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় রিমন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।