রাজধানীর বাড্ডায় ছোট দুই ভাইয়ের পিটুনিতে মাদকাসক্ত বড় ভাই সৈয়দ আব্দুল আলা (৪৭) মারা গেছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) ইয়াছিন গাজী।
তিনি বলেন, মাদকের টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলে সৈয়দ আব্দুল আলা (৪৭) বাবা সৈয়দ আব্দুস ছালামকে (৯০) মারধর করে। এতে তার ছোট অন্য দুই ভাই ক্ষিপ্ত হয়ে হাত-পা বেঁধে আলাকে পিটিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।
পুলিশ বলছে, সংবাদ পেয়ে দক্ষিণ বাড্ডা মায়াকুঞ্জের ওই বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠিয়েছি। তাছাড়া এ ঘটনায় নিহতের আপন ছোট দুই ভাই সৈয়দ আলী (৩৮) ও সৈয়দ মুসা মনিকে (৩৫) আটক করা হয়েছে। সৈয়দ আব্দুল আলা দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত ছিল বলে জানতে পেরেছে পুলিশ।