X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইইউ-কে দেওয়া প্রতিশ্রুতি পূরণে আবার ব্যর্থ হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা?

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৯
image

ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বছরের দ্বিতীয় ত্রৈমাসে যে পরিমাণ করোনা ভ্যাকসিন সরবরাহের কথা ছিল তা দিতে পারবে না বলে জানিয়েছে ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। তাদের হিসেবে ওই সময়ের মধ্যে প্রতিশ্রুত পরিমাণের অর্ধেকেরও কম ডোজ সরবরাহ করা যাবে। একজন ইইউ কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, প্রথম ধাপেও প্রতিশ্রুত পরিমাণ ডোজ সরবরাহ করতে পারেনি তারা।

দুই পক্ষের মধ্যকার চুক্তি অনুযায়ী, বছরের দ্বিতীয় ত্রৈমাসে ইইউ’র ২৭ সদস্য রাষ্ট্রকে ১৮ কোটি ডোজ সরবরাহের কথা ছিল অ্যাস্ট্রাজেনেকার। কোম্পানিটির সঙ্গে সরাসরি আলোচনায় অংশগ্রহণকারী ইইউ’র এক কর্মকর্তা রয়টার্সকে মঙ্গলবার জানান, দুই পক্ষের মধ্যে সম্প্রতি বৈঠক হয়েছে। সেখানে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, দ্বিতীয় ত্রৈমাসে ৯ কোটি ডোজেরও কম ভ্যাকসিন সরবরাহ করতে পারবে তারা।

এ ব্যাপারে জানতে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কোম্পানিটি ইইউ কর্মকর্তার ওই দাবির বিষয়টি অস্বীকার করেনি। তবে এক বিবৃতিতে তারা জানিয়েছে, উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ১৮ কোটি ডোজ সরবরাহের প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছে তারা।

বছরের প্রথম ত্রৈমাসেও প্রতিশ্রুতি অনুযায়ী ইইউকে ভ্যাকসিন দিতে পারেনি অ্যাস্ট্রাজেনেকা। আর তাতে গ্রীষ্ম নাগাদ ৭০ শতাংশ মানুষ টিকাদানের ব্যাপারে ইইউ যে পরিকল্পনা করেছিল, তার ওপর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সব মিলে এ বছরের জুন নাগাদ ৩০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের ব্যাপারে ইইউকে প্রতিশ্রুতি দিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। তবে শেষ পর্যন্ত ওই সময় নাগাদ তারা ১৩ কোটি ডোজ সরবরাহ করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা