X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিদ্রোহী প্রার্থী মান্নানকে আ.লীগ থেকে অব্যাহতি

বগুড়া প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৪

বগুড়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) আবদুল মান্নান আকন্দকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  বুধবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন এবং সাধারণ সম্পাদক নৌকার প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে।

বগুড়া পৌর আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবদুল মান্নান আকন্দকে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তার সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই। দলীয় নেতাকর্মীদের মান্নানের সঙ্গে সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিকে মনোনয়ন দেওয়া হয়। নির্বাচনে পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান আকন্দ বিদ্রোহী প্রার্থী হন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অব্যাহতি প্রসঙ্গে আবদুল মান্নান আকন্দ জানিয়েছেন, কোনও সভা না করে এককভাবে কাউকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া যায় না। তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার উচিত নয়। তাই নিজের সিদ্ধান্তে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক মান্নান সমর্থকরা জানান, আবু ওবায়দুল হাসান ববি দলীয় প্রার্থী হলেও আওয়ামী লীগের দায়িত্বশীল অনেক নেতা তার বিপক্ষে কাজ করছেন। কোনও কোনও নেতা ব্যক্তিস্বার্থে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশার জন্য ভোট চাইছেন। ভোট সংগ্রহে বাড়ি বাড়ি লোক পাঠানো হচ্ছে। অথচ সংগঠন এসব ছদ্মবেশীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রতিহিংসার কারণে আবদুল মান্নানকে অবৈধভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা মনে করেন, এ অব্যাহতির কারণে মান্নানের নির্বাচনে ফলাফল আরও ভালো হবে।

বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন জানান, আবদুল মান্নান আকন্দ দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া তিনি নির্বাচনি প্রচারণায় সিনিয়র নেতৃবৃন্দকে গালিগালাজ করছেন। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়। কেন্দ্রের পরামর্শে তাকে পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা