রাজধানীর শ্যামপুরে পানির ট্যাংক থেকে উদ্ধার হওয়া সেই শিশুটির পরিচয় মিলেছে। শিশুটির নাম নিহাদ ইসলাম (৩)। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে থানায় গিয়ে ছবি দেখিয়ে শিশুটিকে শনাক্ত করে তার বাবা।
শিশুর বাবা হানিফ আলী জানান, গত ২০ ফেব্রুয়ারি শিশুর মা নার্গিস বেগম তার কর্মস্থল ‘সততা মিনি সুয়েটার ফ্যাক্টরি’তে নিয়ে যান নিহাদকে। খেলতে খেলতে বাচ্চাটি কারখানার গেইটের বাহিরে চলে যায়। পরে মুখোশ পরিহিত অবস্থায় এক ব্যক্তি তাকে ধরে নিয়ে যায়। যা ওই প্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজে দেখা যায়। কোথাও খুঁজে না পাওয়ায় পরিবার থানায় অভিযোগ করে।
পরে গতাকাল (মঙ্গলবার) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পেয়ে সকালে শ্যামপুর থানায় যোগাযোগ করি। সেখানে বাচ্চার ছবি কোমরে লাগানো ঝুনঝুনি ও চাবি দেখিয়ে তাকে শনাক্ত করি।
এর আগে মঙ্গলবার রাজধানীর শ্যামপুরের কলিমোল্লাবাগে তিনতলা বাসার ছাদের পানির ট্যাংক থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গত ২০ তারিখে গাজীপুর থেকে নিখোঁজ হয় নীহাদ। ওই দিনই গাজীপুর থানায় অপহরণের মামলা করে নিহাদের বাবা।