দিনাজপুরের সদর উপজেলার কমলপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম জুনায়েদ ও জুবায়ের। তারা সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান জুয়েল পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু দুটির চাচা আব্দুল হাই বকুল জানান, বিকালে জুনায়েদ ও জুবায়ের বাড়ির সামনে খেলা করছিল। সন্ধ্যার দিকে তাদের মা তাদের বাড়িতে নেওয়ার জন্য ডাকতে যায়। এ সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। অনেকক্ষণ খুঁজেও তাদের না পেলে বিষয়টি বাড়ির লোকজনসহ গ্রামের সবাই জানতে পারে। পরে সবাই মিলে খুঁজতে শুরু করলে বাড়ির অদূরে ডাড়ারপাড় পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখা যায়। গ্রামবাসীর ধারণা করছেন, এক ভাই পুকুরের পানিতে পড়ে যাওয়ার পর আরেক ভাই তাকে উদ্ধার করার জন্য পানিতে নামলে সেও ডুবে যায়।