রাজধানীর বনানীর কড়াইল বস্তির বাসিন্দা শাকিল (১৪) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বানানী স্টার কাবাবের পাশের রাস্তায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে আনা হয়েছে।
বনানী থানা পুলিশ জানায়, শাকিল নামের ওই কিশোর পরিবারের সঙ্গে বনানীর কড়াইল বস্তিতে থাকতো। গতরাতে বনানী স্টার কাবাবের পাশে ৪-৫ জন যুবক তার বুকে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নিহত শাকিলের বাবা জসিম জানান, তাদের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলা। কড়াইল বস্তিতে তারা থাকেন। শাকিল স্থানীয় একটি স্কুলে পড়তো। গত রাতে কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। তবে কী কারণে তাকে খুন করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
এই ঘটনায় বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।