X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চবিতে পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস.এম. মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এদিকে বুধবার রাতে স্থগিতের বিষয়টি ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার দুপুর ১২টার সময় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে বিক্ষোভ শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। পরে পরীক্ষা স্থগিত করার ঘোষণা প্রত্যাহারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছে তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, 'আজকে পরীক্ষা স্থগিতের বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। আমরা তাদের কথা শুনেছি। সোমবার পর্যন্ত সময় নিয়েছি তাদের কাছ থেকে। বিষয়টি নিয়ে আমরা আবারও বসবো।' 

আন্দোলনকারী শিক্ষার্থী দেওয়ান তাহমিদ বাংলা ট্রিবিউনকে বলেন, 'সোমবার পর্যন্ত প্রক্টর স্যার সময় নিয়েছেন। কর্তৃপক্ষের কাছে আমাদের স্মারকলিপি পাঠাবেন। সোমবারেই আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন।'

এর আগে মানববন্ধনে ছাত্ররা বলেন, '৭৩ এর অধ্যাদেশে বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয় নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। অতএব শিক্ষা মন্ত্রণালয় কী বলেছে তা নয়, শিক্ষার্থীদের দাবির দিকে দেখতে হবে। অবিলম্বে চলমান পরীক্ষা স্থগিতাদেশ বাতিল করতে হবে।'

তারা বলেন, 'আমাদের বয়স তো থেমে নেই, চাকরি কোথায় পাব? পরীক্ষা বন্ধের ঘোষণার পর মায়ের মুখের দিকে তাকাতে পারছি না। শিক্ষার্থী হওয়া তো আমাদের অপরাধ না।'

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস.এম. মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 
 
এদিকে বুধবার রাতে স্থগিতের বিষয়টি ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার দুপুর ১২টার সময় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে বিক্ষোভ শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। পরে পরীক্ষা স্থগিত করার ঘোষণা প্রত্যাহারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছে তারা।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, আজকে পরীক্ষা স্থগিতের বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। আমরা তাদের কথা শুনেছি। সোমবার পর্যন্ত সময় নিয়েছি তাদের কাছ থেকে। বিষয়টি নিয়ে আমরা আবারও বসব। 
 
আন্দোলনকারী শিক্ষার্থী দেওয়ান তাহমিদ বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার পর্যন্ত প্রক্টর স্যার সময় নিয়েছেন। কর্তৃপক্ষের কাছে আমাদের স্মারকলিপি পাঠাবেন। সোমবারেই আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন।
 
এর আগে মানববন্ধনে ছাত্ররা বলেন, ৭৩ এর অধ্যাদেশে বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয় নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। অতএব শিক্ষা মন্ত্রনালয় কী বলেছে তা নয়, শিক্ষার্থীদের দাবির দিকে দেখতে হবে। অবিলম্বে চলমান পরীক্ষা স্থগিতাদেশ বাতিল করতে হবে।
 
তারা বলেন, আমাদের বয়স তো থেমে নেই, চাকরি কোথায় পাব? পরীক্ষা বন্ধের ঘোষণার পর মায়ের মুখের দিকে তাকাতে পারছি না। শিক্ষার্থী হওয়া তো আমাদের অপরাধ না।
 
এসময় অর্থনীতি বিভাগের ছাত্র দেওয়ান তাহমিদের সঞ্চালনায় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহমেদ কাওসার, বাংলা বিভাগের নিজামুদ্দীন টিপু, নৃবিজ্ঞান বিভাগের মোহাম্মদ জাহেদ, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ঋজু লক্ষ্মী অবরোধ, ইংরেজি বিভাগের শাহ মোহাম্মদ শিহাব, প্রত্যয় নাফাক, বাংলা বিভাগের জান্নাতুস সাদিয়া পুষ্প, নৃবিজ্ঞান বিভাগের বিপ্লব, প্রাণিবিদ্যা বিভাগের সায়মা জাহান, পালি বিভাগের সলীল চাকমা প্রমুখ বক্তব্য দেন। 

এসময় অর্থনীতি বিভাগের ছাত্র দেওয়ান তাহমিদের সঞ্চালনায় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহমেদ কাওসার, বাংলা বিভাগের নিজামুদ্দীন টিপু, নৃবিজ্ঞান বিভাগের মোহাম্মদ জাহেদ, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ঋজু লক্ষ্মী অবরোধ, ইংরেজি বিভাগের শাহ মোহাম্মদ শিহাব, প্রত্যয় নাফাক, বাংলা বিভাগের জান্নাতুস সাদিয়া পুষ্প, নৃবিজ্ঞান বিভাগের বিপ্লব, প্রাণিবিদ্যা বিভাগের সায়মা জাহান, পালি বিভাগের সলীল চাকমা প্রমুখ বক্তব্য দেন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন