X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জামিন পেলেন ভারতের দলিত অ্যাকটিভিস্ট নদ্বীপ

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৯
image

এক মাসেরও বেশি সময় ধরে ভারতের কারাগারে আটক থাকা শ্রম অধিকারকর্মী নদ্বীপ কোউর অবশেষে জামিন পেয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করে। পাশাপাশি তাকে ‘অবৈধভাবে আটক’ রাখার ব্যাপারে হরিয়ানা পুলিশের কাছ থেকে ব্যাখ্যাও চেয়েছে আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নদ্বীপ কউর মজদুর অধিকার সংগঠনের সদস্য।কৃষি আইন বাতিলের দাবিতে সরব হয়েছিলেন তিনি। গত ১২ জানুয়ারি হরিয়ানা-দিল্লির মাঝে সিংঘু সীমান্তে অবৈতনিক শ্রমিকদের প্রতিবাদে সামিল হন এ নেত্রী। সেই সময় তাকে গ্রেফতার করে পুলিশ এবং তারপর থেকে হরিয়ানার কর্নাল জেলে রয়েছেন এ অ্যাকটিভিস্ট। নদ্বীপের বিরুদ্ধে খুনের চেষ্টা, হিংসাত্মক ঘটনা এবং কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর করার অভিযোগ দায়ের করা হয়েছে। এরইমধ্যে তাকে জেল হাজতে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। তবে সে অভিযোগ অস্বীকার করেছে সোনিপাত পুলিশ। গত ২ ফেব্রুয়ারি স্থানীয় আদালত নদ্বীপের জামিনের আবেদন খারিজ করে দেয়। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন এ নারী। অবশেষে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) তার জামিন মঞ্জুর করেছে আদালত।

নদ্বীপ তার জামিনের আবেদনে অভিযোগ করেন, গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হলেও সেখানে কোনও নারী পুলিশ কর্মী ছিল না। পুলিশ সদস্যরা তাকে বেধড়ক মারধর করেন। নদ্বীপ তার জামিনের আবেদন দায়ের করেন তাঁর আইনজীবী অর্শদীপ সিং চিমা ও পবনদীপ সিং ও অন্য আইনজীবীদের মাধ্যমে। শীর্ষ আইনজীবী আরএস চিমা দাবি করেছেন যে নদ্বীপকে মিথ্যাভাবে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (‌খুনের চেষ্টা)‌ সহ বিভিন্ন ধারায় মামলা করে ফাঁসানো হয়েছে।


সম্প্রতি নেটিজেনদের একাংশকে ওই দলিত নেত্রীর পাশে দাঁড়াতে দেখা গেছে। তার মুক্তির দাবিতে টুইটারে সরব হয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাতিজি তথা লেখিকা এবং আইনজীবী মিনা হ্যারিসও। টুইটে তিনি লেখেন, ‘ওই নেত্রীকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশি হেফাজতে তার ওপর যৌন নিপীড়ন চালানো হয়েছিল।'

 



/এফইউ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা