X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘কেএম নূরুল হুদা শুধু মিথ্যুকই নন, জনগণের শত্রু’

রাজশাহী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০২

দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা শুধু ভেঙেই পড়েনি, এ দেশ গণতন্ত্রহীন একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। আর প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা শুধু মিথ্যুকই নন, তিনি জনগণের শত্রু। মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার একদিন বিচার হবে।’ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে দলটির রাজশাহী মহানগর ও জেলা কার্যালয়ে চলমান পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী-সমর্থকদের মামলা-হামলার অভিযোগ এনে চারঘাট পৌর বিএনপির আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। 

পৌর নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে রাজশাহী সদর আসনের সাবেক এই এমপি বলেন, দেশে নির্বাচনের নামে প্রহসন চলছে। রাজশাহীর বিভিন্ন পৌর নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিএনপি প্রার্থী-সমর্থকদের ওপর মামলা-হামলা চালাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি জেলার পবা উপজেলার উপনির্বাচনে এবং চারঘাট পৌর নির্বাচন উপলক্ষে বিএনপি প্রার্থী-সমর্থকদের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি। পক্ষপাতমূলক ভোটের অভিযোগ তুলে আগামী ২৮ ফেব্রুয়ারি অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গ্রহণের দাবি জানান তিনি।

মিজানুর রহামন মিনু বলেন, ‘প্রতিটি পৌর নির্বাচনে বিনা ভোটের সরকার জোর করে দলীয় প্রার্থীদের বিজয়ী করছে। ভোটকেন্দ্র দখল এবং অন্যের ফলাফল সরকারি দলের প্রার্থীর পক্ষে নিয়েছে। এখন আবার চারঘাট ও দূর্গাপুর পৌর নির্বাচন এবং পবা উপজেলা নির্বাচনে একই পন্থা অবলম্বন করার পাঁয়তারা করছে। সরকারি দলীয় সংসদ সদস্যরা নির্বাচনি আইন অমান্য করে প্রার্থীর পক্ষে প্রচারণা করছেন।’

অভিযোগ করেও কোনও লাভ হচ্ছে না বলে জানান তিনি। এই সব অনিয়ম, ভোট ডাকাতি, হুমকি ও মিথ্যা মামলায় হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মিনু।

এদিকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ জাকিরুল ইসলাম বিকুল।

তিনি বলেন, ‘গত ১৩ ফেব্রুয়ারি চারঘাট বাজারে ধানের শীষের পোস্টার লাগানোর সময়, প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন লাঠি, হাঁসুয়া ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয়। পরে সকাল সাড়ে ১০টার সময় আমি মায়ের কবর জিয়ারত করে প্রচার প্রচারণা চালাতে নেতাকর্মীসহ চারঘাট বাজারের দিকে রওনা হই। তবে পূর্ব থেকে অবস্থান করা নৌকার প্রার্থীর লোকজন আমার প্রচারণায় বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে আমার নেতা কর্মীদের ওপর হামলা চালানো হয়। তারা এসময় দেশীয় অস্ত্রের পাশাপাশি ককটেল নিক্ষেপ করে আমাদের নিরস্ত্র নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় উল্টো আমাদের বিরুদ্ধেই বিস্ফোরক আইনসহ দুটি মামলা দায়ের করা হয়।’

তিনি আরও অভিযোগ করেন, ‘প্রতিটি ঘটনা ও অভিযোগ লিখিত ও মৌখিকভাবে সংশ্লিষ্ট দফতরে অবহিত করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় এ সংবাদ সম্মেলনে বিএনপির রাজশাহী মহানগর শাখার সভাপতি সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, মহানগর যুবদলের আহবায়ক আবুল কালাম আজাদ সুইট, বিএনপি মনোনীত চারঘাট পৌর মেয়র প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলমের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেনি।

অন্যদিকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী একরামূল হকের সঙ্গেও যোগাযোগ করে কথা বলা সম্ভব হয়নি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ