রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাদ থেকে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাজরিয়ান মোস্তফা মৌমিতাকে (২০) হত্যার অভিযোগের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আদনান নামে একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তাকে কলাবাগান থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আদনানের সংশ্লিষ্টতা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এবং প্রাথমিক তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। তদন্তকারী কর্মকর্তা কাজ করছেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনও মামলা করা হয়নি।
নিহতের স্বজনরা বলছেন রাজধানীর ধানমন্ডি ৮ নম্বরে একই ভবনে বাস করা আদনান নামের একটি ছেলে মৌমিতাকে উত্ত্যক্ত করতো। ছাদ থেকে পড়ে নিহতের ঘটনায় ওই ছেলের সংশ্লিষ্টতা রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেন তারা। মূলত তাদের এই অভিযোগের ভিত্তিতেই আদনানকে পুলিশ হেফাজতে নিয়েছে। জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
ধানমন্ডির ৮ নম্বর রোডের একটি বাসায় থাকতেন তাজরিয়ান মোস্তফা মৌমিতা (২০)। তিনি মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে তাকে ওই বিল্ডিংয়ের পাশের রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরে গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।