X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শিশু গৃহকর্মীকে নির্যাতন: স্ত্রীসহ জাতীয় পঙ্গু হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৮

ঢাকায় এক চিকিৎসকের বাসায় শিশু নিপা বাড়ৈকে (১১) অমানুষিক নির্যাতনের অভিযোগে বরিশালের উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন শিশুটির চাচা। জাতীয় পঙ্গু হাসপাতালের অর্থপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডা. রবিন, তার স্ত্রী রাখি দাস এবং সহযোগী বাসু দেবকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শিশুটির চাচা তপন বাড়ৈ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এদিকে উপজেলা হাসপাতাল থেকে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া নিপাকে শনিবার ভোরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর গ্রামের নিপার চাচার মামা শ্বশুর বিমল বাড়ৈর বাড়ি থেকে উদ্ধার করা হয়। নিপা এখন উজিরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। নির্যাতনের শিকার নিপা বাড়ৈ

নিপা উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকার ননী বাড়ৈর মেয়ে। তার বাবা একজন মানসিক প্রতিবন্ধী।  তার মা দুই বছর আগে অন্য একজনকে বিয়ে করেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে নিপা মেঝ।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, বৃহস্পতিবার শিশুটিকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার ভোর ৫টার দিকে হাসপাতাল থেকে শিশুটি নিখোঁজ হয়। ওই দিন হসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সামসুদ্দোহা তৌহিদ বাদী হয়ে উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর অনেক খোঁজাখুঁজির পর নিপাকে আগৈলঝাড়া থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়।

ওসি আরও জানান, নিপাকে উদ্ধারের পরপরই তার চাচা তপন বাড়ৈ বাদী হয়ে চিকিৎসক ও তার স্ত্রীসহ তিন জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামিদের গ্রেফতার করতে চিকিৎসক যেখানে বসবাস করেন সেখানকার থানার সহায়তা চাওয়া হবে। এরপর ওই থানা পুলিশের সাহায্যে তাদের গ্রেফতার করে বরিশাল আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

মামলায় অভিযোগ করা হয়, গত ছয় মাস আগে ডা. রবিনের ঢাকার শ্যামলীর বাসায় গৃহপরিচারিকার কাজ শুরু করে নিপা। কাজ শুরুর পর বিভিন্ন সময় চিকিৎকের স্ত্রী রাখি দাস নানা অজুহাতে তার ওপর শারীরিক নির্যাতন চালাতো। কখনও গরম খুন্তির ছ্যাঁকা, কখনও ছুরির খোঁচা দেওয়া, আবার কখনও দেয়ালে ঠোকা হতো তার মাথা। রাগের মধ্যে কখনও তার গলা চেপে শ্বাসরোধ করার চেষ্টা করতেন গৃহকর্তার স্ত্রী। অব্যাহত নির্যাতনে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় লোক মারফত ঢাকা থেকে উজিরপুরের জামবাড়ি একটি দোকানের সামনে ফেলে যাওয়া হয় নিপাকে।

আরও পড়ুন-

শিশু গৃহকর্মীর গায়ে গরম খুন্তির ছ্যাঁকা!

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস