X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রবিবার বগুড়া পৌরসভায় ভোট, ৫৬টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

বগুড়া প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১০

১৪৫ বছরের প্রাচীন বগুড়া পৌরসভায় আগামীকাল রবিবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন এরইমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএম মেশিনসহ নির্বাচনি সরঞ্জাম। সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। শুক্রবার মধ্যরাত থেকে প্রচারণা শেষ হওয়ার পর ভোটের রাতে চলছে শেষ মূহুর্তের হিসেব-নিকেশ। চলছে শেষবেলার ব্যক্তিগত যোগাযোগ এবং কেন্দ্রে কেন্দ্রে এজেন্ট দেওয়ার প্রস্তুতি। নির্বাচন উপলক্ণে ৪ মেয়র পদপ্রার্থী ছাড়াও ভীষণ সরব ছিলেন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও। এ নির্বাচনে ২১ ওয়ার্ডের ১১৩টি কেন্দ্রের মধ্যে ৫৬টিকে ঝুঁকিপূর্ণ ধরে নিয়েছে নির্বাচন কমিশন। এরপরও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে প্রত্যাশা করে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

বগুড়া নির্বাচন অফিস সূত্র জানায়, মেয়র পদে চারজন, ২১টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩০ জন ও সাতটি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে ক্ষমতাসীন দল থেকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, বিএনপি থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জেলা সহ-সভাপতি মাওলানা আবদুল মতিন (হাতপাখা) এবং আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী (জগ) আবদুল মান্নান আকন্দ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত দলীয় বিদ্রোহী প্রার্থী হওয়ায় আবদুল মান্নান আকন্দকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বগুড়া পৌরসভা সূত্র জানায়, ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা ২১ ওয়ার্ড নিয়ে গঠিত। ‘ক’ শ্রেণির এ পৌরসভার আয়তন ৬৯.৫৬ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় সাত লাখ। মোট ভোটার দুই লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৪ হাজার ৯০৬ জন ও নারী এক লাখ ৪০ হাজার ৯৬৪ জন।

বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ এবং অন্যান্য সূত্র জানায়, এরইমধ্যে কেন্দ্রে কেন্দ্র ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ প্লাটুন বিজিবি সদস্য, ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২১টি মোবাইল টিম, পাঁচটি স্ট্রাইকিং ফোর্সসহ প্রয়োজনীয় সংখ্যাক র‌্যাব, পুলিশ, আনসার সদস্য কাজ করবেন। একইসঙ্গে পুলিশ ও র‌্যাবের বিশেষ ফোর্সও কাজ করবে। ১১৩টি কেন্দ্রের মধ্যে ৮৩০ বুথে দুই হাজার ৬০৩ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

ডিআইও-১ শাহজাহান আলী জানান, বগুড়া পৌরসভার ১১৩টি কেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ ও ৫৭টি সাধারণ কেন্দ্র হিসেবে শনাক্ত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’