X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

৬ উইকেট হলেই ইনিংসে জিতবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪২

আয়ারল্যান্ড ‘এ’ দল, যাদের কেতাবি নাম আয়ারল্যান্ড উলভস, বাংলাদেশ সফরে এসে ভীষণ চাপে তারা। চার দিনের ম্যাচে ইনিংস হারের চোখ রাঙানি বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে। আজ (শনিবার) দ্বিতীয় দিন শেষে তানভীর ইসলামের ঘূর্ণিতে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে ৩৫ রান তুলতে হারিয়েছে ৪ উইকেট। এখনও পিছিয়ে ১২৭ রানে। তাই তৃতীয় দিনে বাংলাদেশ ৬ উইকেট তুলে নিলেই জিতে যাবে ইনিংস ব্যবধানে।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের চার দিনের ম্যাচটির দ্বিতীয় দিনের শুরুটা হয়েছিল বাংলাদেশের ব্যাটিং দিয়ে। ১ উইকেটে ৮১ রান নিয়ে দিন শুরু করেন সাইফ হাসান (২২) ও মাহমুদুল হাসান জয় (১৮)। দারুণ ব্যাটিং করতে থাকা টপ অর্ডার এই দুই ব্যাটসম্যান অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করেন। অধিনায়ক সাইফ ৪৯ রানে আউট হন, আর মাহমুদুল হাফসেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে ফিরে যান প্যাভিলিয়নে।

এরপর ইয়াসির আলীর চমৎকার ব্যাটিংয়ে বড় লিড পায় বাংলাদেশ ইমার্জিং দল। যদিও আক্ষেপে পুড়ছেন ইয়াসির, সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে আাউট হয়ে যান তিনি। ৯২ রানের ইনিংসটি তিনি সাজান ৮ চার ও ৫ ছক্কায়। তার ব্যাটে ভর দিয়ে ৯০.৪ ওভারে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৩১৩ রান করে বাংলাদেশ।

১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে আইরিশরা। শেষ বিকেলে তানভীরের ঘূর্ণির সামনে ভেঙে পড়ে তাদের টপ অর্ডার। দিন শেষে স্কোরবোর্ডে ৩৫ রান তুলতে হারিয়েছে ৪ উইকেট। এখনও পিছিয়ে আছে ১২৭ রানে। তাতে বাংলাদেশ ইমার্জিং জয় দেখছে তৃতীয় দিনে। বড় কোনও জুটি না গড়তে পারলে ইনিংসে জেতারও সম্ভাবনা রয়েছে স্বাগতিকদের। সেজন্য চাই ৬ উইকেট।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সফল তানভীর। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে আইরিশদের গুঁড়িয়ে দেওয়া বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে নিয়েছেন ৩ উইকেট। অন্য উইকেটটি এবাদত হোসেনের।

এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ‘এ’ দল মাত্র ১৫১ রানে গুটিয়ে যায়। আর বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করে ৩১৩।

সংক্ষিপ্ত স্কোর:

(দ্বিতীয় দিন শেষে)

আয়ারল্যান্ড ‘এ’ দল: ৬৭ ওভারে প্রথম ইনিংসে ১৫১/১০ (ক্যাম্ফার ৩৯, টাকার ২০, ম্যাককলাম ১৯; তানভীর ৫/৫৩, সাইফ ২/১৭) ও দ্বিতীয় ইনিংসে ২০ ওভারে ৩৫/৪ (দোহানি ২০; তানভীর ৩/৯)।

বাংলাদেশ ইমার্জিং দল: প্রথম ইনিংসে ৯০.৪ ওভারে ৩১৩ (ইয়াসির ৯২, তানজিদ ৪১, সাইফ ৪৯, জয় ৪২; অ্যাডাইর ৩/২২, হিউম ৩/৫৬)।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা