X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চার ব্রাজিলিয়ানের লড়াই, তৈরি তো?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৫

শিরোপা জেতার মিশন নিয়ে এবারের প্রিমিয়ার ফুটবল লিগ শুরু করেছিল আবাহনী। কিন্তু এখন কিছুটা পিছিয়ে গেছে। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে টেবিলের তৃতীয় স্থানে আকাশি-নীল জার্সিধারীরা। শিরোপা দৌড়ে ঠিকমতো থাকলে হলে থামাতে হবে জায়ান্ট বসুন্ধরা কিংসকে। যারা এক ম্যাচ বেশি খেলে ৩১ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে। আগামীকাল (রবিবার) এই দল দুটি মুখোমুখি হতে যাচ্ছে। আবাহনী জিতলে ব্যবধান কিছুটা কমবে। কিন্তু বসুন্ধরা জিতলে ব্যবধান আরও বেড়ে যাবে।

বাংলাদেশের ফুটবলের দুই জায়ান্টের দ্বৈরথে দেখা মিলবে চার ব্রাজিলিয়ানের লড়াই। আবাহনীর দুই ব্রাজিলিয়ান তোরেস ও রাফায়েল অগাস্তো মুখোমুখি হবেন বসুন্ধরার দুই স্বদেশি রবিনিয়ো ও ফের্নান্দেজের। এদের কেউই হয়তো ম্যাচের ব্যবধান গড়ে দেবেন। তাই আবাহনী-বসুন্ধরা লড়াইয়ে নজর থাকবে তাদের ওপরও।

চোট জর্জরিত আবাহনী। বিশেষ করে, ফরোয়ার্ড লাইনে নাবীন নেওয়াজ জীবনের চোট তাদের ভোগাচ্ছে বেশি করে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার তোরেসের ওপর নির্ভর করবে অনেক কিছু। এছাড়া তার স্বদেশি মিডফিল্ডার রাফায়েল অগাস্তো তো আছেনই। ধীরে ধীরে তার ক্ষিপ্রতা দেখতে পাচ্ছেন সমর্থকরা। সঙ্গে গোলের অন্যতম বড় উৎস থাকবে রায়হান হাসানের লম্বা থ্রো-ইন। বসুন্ধরার বিপক্ষে টাঙ্গাইলের এই ফুটবলার খেলতে পারলে প্রতিপক্ষের জন্য বড় হুমকি হতে পারে।

বসুন্ধরার বড় অস্ত্র রবিনিয়ো। ১১ ম্যাচে ১২ গোল করে গোলদাতার তালিকায় এই ব্রাজিলিয়ান যুগ্মভাবে শীর্ষে আছে শেখ জামালের গাম্বিয়ান স্ট্রাইকার ওমার জোবের সঙ্গে। এছাড়া আরেক ব্রাজিলিয়ান ফের্নান্দেজ তো আছেনই।

৯ পয়েন্টের ব্যবধান কমিয়ে শিরোপার দৌড়ে ফেরার দারুণ সুযোগ আবাহনীর। আকাশী-নীলদের কোচ মারিও লামোস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এটা আমাদের জন্য সুযোগ, লিগ শিরোপায় টিকে থাকার জন্য। কিন্তু আমি যতই মুখে বলি, মাঠে খেলতে হবে ফুটবলারদের। তাদের ওপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। তবে আমরা ম্যাচ জেতার জন্যই মাঠে নামবো।’

অন্যদিকে ১১ ম্যাচে মাত্র ২ পয়েন্ট হারানো বসুন্ধরা কোচ অস্কার ব্রুজন তার দল নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী, ‘আমার ফুটবলারদের নিয়ে যত বলি কম বলা হবে। তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতায় আমরা এতটা এগিয়ে। এই ম্যাচেও (আবাহনীর বিপক্ষে) পারফরম্যান্সের সেই ধারা দেখতে চাই। এটা তাদেরকে বলে দিতে হবে না, আবাহনীর সঙ্গে সবসময় তারা উজ্জীবিত ফুটবল খেলে।’

তাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রবিবার বিকেল ৪টায় উত্তেজনার ডালি সাজিয়ে হাজির হচ্ছে আবাহনী-বসুন্ধরা দ্বৈরথ। ফেডারেশন কাপের সেমিফাইনালে বসুন্ধরার কাছে ৩-১ গোলে হেরেছিল আবাহনী, তাই এই ম্যাচটি ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির জন্য প্রতিশোধের মঞ্চও!

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি