X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নাচোল পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ১০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়; যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো ইভিএম’র মাধ্যমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতিও বেশ। সকাল ১১টা পর্যন্ত কোনও ভোটকেন্দ্র থেকেই অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোটাররা বলছেন, প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ হলেও ভোট চলাকালীন কোনও কারিগরি সমস্যা পাওয়া যায়নি এবং দ্রুততম সময়ে তারা ভোট দিতে পেরেছেন।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, প্রথম তিন ঘণ্টায় ১১টা পর্যন্ত ৩০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে সব ধরনের প্রস্তুতি রয়েছে নির্বাচন অফিসের। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাচনি এলাকার সার্বিক নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও বিজিবি’র বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটও মাঠে রয়েছেন। আশা করছি, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

এদিকে, নৌকার প্রার্থী আব্দুর রশিদ খান ঝালু ও ধানের শীষের প্রার্থী মাসউদা আফরোজ হক সূচি জানান, সকাল থেকেই ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দুই প্রার্থীই।

নাচোল পৌরসভার মোট ভোটার ১৫ হাজার ৮ জন। নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ৮ জন।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, যতগুলো কেন্দ্রে গিয়েছি প্রত্যেকটি কেন্দ্রেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রার্থী এবং সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা প্রত্যেকেই সন্তোষ প্রকাশ করেছেন। প্রথমবার ইভিএমে ভোট হওয়ায় টেকনিক্যাল প্রবলেমের কারণে দু’একটি কেন্দ্রে কিছুটা স্লো হলেও; আশা করছি, দুপুর হতে হতে কেন্দ্রানুযায়ী সব ভোটই কাস্ট হয়ে যাবে।

তিনি আরও জানান, নাচোল পৌরসভায় দুর্ঘটনা ঘটার কোনও সুযোগ নেই। এ ক্ষেত্রে প্রশাসন জিরো টলারেন্সে রয়েছে। কেন্দ্র এবং মাঠ পর্যায়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’