X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

চাঁদপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৩

ইলিশের পোনা জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরা বন্ধ থাকবে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে এই নিষধাজ্ঞা শুরু হবে। নদীর অভয়াশ্রম এলাকা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

জাটকা রক্ষা কর্মসূচি সফল করতে মাইকিংসহ বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালাচ্ছে জেলা টাস্কফোর্স। মাছ ধরা বন্ধ থাকায় বেকার ৪০ সহস্রাধিক নিবন্ধিত জেলেকে প্রণোদনা হিসেবে চার মাস ৪০ কেজি করে চাল সহায়তা দেবে সরকার। এরপরও নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে মাছ শিকার করতে গিয়ে ধরা পড়লেই ভোগ করতে হবে জেল-জরিমানা।

চাঁদপুর জেলা মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে তারা ইতোমধ্যে জেলা টাস্কফোর্স, মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলা টাস্কফোর্স জনপ্রতিনিধি, জেলে নেতা ও জেলেদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছে। 

মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, ‘জাটকা সংরক্ষণের জন্য জেলেপাড়া ও আড়তগুলোতে মাইকিং করে, লিফলেট বিতরণ ও ব্যানার সাঁটিয়ে প্রচারণা করা হচ্ছে এবং ২৪ ঘণ্টা অভিযান চলবে।’

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী বলেন, ‘আগামী দুই মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এ সময়ে জাটকা ইলিশ পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ থাকবে। এই আইন অমান্য করলে নৌপুলিশ, জেলা পুলিশ, কোস্টগার্ড ও জেলা ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নেবেন। কোনও জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে ধরা পড়লে কমপক্ষে এক বছর থেকে শুরু করে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে। ইতোমধ্যে জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, মাইকিং, পোস্টারিং ও ব্যানার লাগানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ সময়ে জেলেদের চার মাস চাল সহায়তা দিচ্ছে সরকার। আমরা প্রথম কিস্তিতে জেলার ৪০ হাজার পাঁচটি মৎস্যজীবী পরিবারের জন্য দুই মাসের প্রতি মাসে ৪০ কেজি হিসাবে মোট ৩ হাজার ২০৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২৩ মার্চের মধ্যে এ চালগুলো চাঁদপুর, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় প্রশাসনের মাধ্যমে বিতরণের নির্দেশনা রয়েছে। দ্বিতীয় কিস্তিতে চাল বরাদ্দ সাপেক্ষে বিতরণ করা হবে।’

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘অভিযানের সময় নদীতে নামলেই আইনি ব্যবস্থায় আনা হবে। জাতীয় সম্পদ রক্ষায় জনপ্রতিনিধিসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অভিযান চলাকালীন নদীপথে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।’

তিনি বলেন, ‘কিছু জেলে ভুল করে নিষিদ্ধ সময়ে মাছ ধরে থাকেন। অভিযানের সময় মাছ ধরা থেকে বিরত থাকলে তারা কী কী সুবিধা পাবেন তা তাদের ভালোভাবে বুঝাতে হবে। আমরা সব সময়ই জেলেদের স্বার্থে তথা বাংলাদেশের জনগণের স্বার্থেই কাজ করে যাচ্ছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক