X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জান ও জবানের নিরাপত্তার দাবিতে শাহবাগে প্রতিবাদ সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৪

‘সরকারের নিজের নিরাপত্তা এবং দেশের লুটেরা গোষ্ঠী ও দুর্নীতিবাজদের নিরাপত্তা দেওয়ার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে।’ রবিবার (২৮ ফেব্রুয়ারি) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, জান ও জবানের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে শাহবাগের প্রতিবাদ সভায় বক্তারা এই দাবি করেন।

সমাবেশ থেকে ডিজিটাল নিরাপত্তা আইন ও শাহবাগে মশাল মিছিলে গ্রেফতারকৃত ছাত্র নেতাদের মুক্তির দাবি জানানো হয়। গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় শাহবাগের মশাল মিছিল থেকে গ্রেফতার করা হয় নজির আমিন চৌধুরী জয়, তামজীদ হায়দার চঞ্চল, জয়ন্তী চক্রবর্তী, নাজিফা জান্নাত, তানজিম রাফি, আকিফ আহমেদ ও আরাফাত সাদকে। তাদের বিরুদ্ধে পুলিশ সদস্যদের হত্যার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। এছাড়া ২৭ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনার পাটকল শ্রমিকনেতা রুহুল আমিনকে গ্রেফতার করা হয়।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এম এম আকাশ বলেন, ‘সাতদিন আগেও মুশতাক সুস্থ ছিল, এটা তার স্ত্রী জানিয়েছেন কিন্তু হঠাৎ তার হৃদরোগে মৃত্যু হলো। এটা হৃদরোগে হলো নাকি অন্য কারণে হলো তা তদন্ত করে বের করা আবশ্যক।’

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ডিজিটাল আইনের দুটি দুর্বলতা আছে, প্রথম দুর্বলতা হচ্ছে এর বেশিরভাগ ধারাই হলো জামিনের অযোগ্য। নারী-শিশু নির্যাতনের আসামিকে আমরা জামিন নাও দিতে পারি বা চরম দুর্নীতি পরায়ণ যে ব্যক্তি পালিয়ে যেতে পারে তাকেও জামিন না দিতে পারি। কিন্তু এরাও জামিন পেয়ে যাচ্ছে শুধু জামিন দেওয়া হচ্ছে না সাইবার আইনের কয়েকটি বিশেষ ধরনের অপরাধকে। ডিজিটাল আইনের ধারাগুলো বিশেষ করে জামিনের অযোগ্য ধারাগুলো পর্যালোচনা করা উচিত।’

ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল চেয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘দুর্বৃত্তরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে লেখকদের ধরে নিয়ে যাচ্ছে। তারা ব্যক্তিগত শত্রুতা হিসেব-নিকেশ করছেন ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে। সরকার জামিন চান না বলে মুশতাকের ছয় বার জামিন আটকে রাখা হয়েছে। এই ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল করতেই হবে।’

সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রেহনুমা আহমেদ, রাষ্ট্রচিন্তার সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম, চলচ্চিত্র নির্মিতা কামার আহমাদ সাইমন, বাংলাদেশ বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মহিউদ্দিন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের অর্পি যোতি প্রমুখ।

/এসআইআর/এনএস/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা