মাদারীপুরে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী খালিদ হোসেন ইয়াদ ২২ হাজার ৫৫৯ ভোট পেয়ে পৌর মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী জাহান্দার আলী জাহান পেয়েছেন ৬ হাজার ২৫৬ ভোট।
খালিদ হোসেন ইয়াদ বর্তমানেও মেয়র হিসেবে দায়িত্বরত। বিগত নির্বাচনেও তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। এর আগের নির্বাচনে দলীয় প্রতীক ও মনোনয়ন ব্যবস্থার আগেও তিনি প্রত্যক্ষ ভোটে মেয়র নির্বাচিত হন।
উল্লেখ্য, খালিদ হোসেন ইয়াদ মাদারীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বড় ভাই বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম। নির্বাচনে এবার আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও কোনও বিদ্রোহী প্রার্থী ছিল না। নির্বাচনে বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান এর আগেও দু’বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এবারের নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন-এর আছমত আলী মিয়া হাতপাখা প্রতীকে ৩ হাজার ৮১৮ এবং জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত খান লাঙ্গল প্রতীক নিয়ে ৩৬৫ ভোট পেয়েছেন।
নির্বাচন জয় লাভের পর খালিদ হোসেন ইয়াদ বলেন, এই জয় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের জয়। তাকে পর পর তিনবার নির্বাচিত করায় তিনি পৌরসভার ভোটারসহ তার শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।