X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আজ থেকে শুরু রাজনৈতিক দলগুলোর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ০২:২১আপডেট : ০১ মার্চ ২০২১, ০২:২১

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু করছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। সোমবার থেকে বিএনপি, জাসদসহ বিভিন্ন দল সোমবার থেকে বছরব্যাপী ‘স্বাধীনতার পঞ্চাশ বছর’ উদযাপন উদ্বোধন করবে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দলের বছরব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান হোটেল লেকশোর-এ করবে বিএনপি। আগামীকাল দুপুর ৩ টায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৯ দিনের প্রাথমিক কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, আগামী ২৬ মার্চ বাংলাদেশ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও ২০২২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রতিষ্ঠার ৫০ বছরে পদার্পণ করছে। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তির দিন থেকে জাসদের প্রতিষ্ঠার ৫০ বছরে পদার্পণের দিন পর্যন্ত ২০ মাসব্যাপী জাসদ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। জাসদের এ ২০ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন হবে আগামীকাল সোমবার।

এদিন সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পতাকা র‌্যালি বের হবে। এ পতাকা র‌্যালিতে নেতৃত্ব দিবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার। তিনি আরও জানান, দেশের সকল জেলা-উপজেলায় বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধকালীন জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে পতাকা মিছিল করবে জাসদ।
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা সৈকত মল্লিক জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী গণসংহতি আন্দোলন, ছাত্র-যুবক-শ্রমিক অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ এবং রাষ্ট্রচিন্তার একসঙ্গে আয়োজন করবে। সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন হবে।  
বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া জানান, আগামীকাল শিখা চিরন্তনে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে সুবর্ণজয়ন্তীর আয়োজন শুরু করবে কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ‘স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীয় উদযাপন নাগরিক কমিটি’। এছাড়া, ২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা, ৩ মার্চ স্বাধীনতার ইসতেহার পাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন দিবস উপলক্ষে আলোচনা সভা, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে "মুক্তিযুদ্ধে নারী"-শীর্ষক আলোচনা সভা, ২২ মার্চ মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা, ২৬ মার্চ জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন ও অন্যন্যদিনে বিভাগীয় শহরে আলোচনা সভার কর্মসূচি রয়েছে।
সোমবার বিকাল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের চেতনাতে সমুন্নত রাখা’ সহ-বিভিন্ন দাবিতে জাতীয় পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। এতে পঙ্কজ ভট্টাচার্য, রোকেয়া কবির, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমূখ অংশ নেবেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল চলতি মার্চে সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজন হাতে নিয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, সুবর্ণজয়ন্তী উপলক্ষে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে বিশেষ কমিটি হয়েছে। তবে, ১ মার্চ কোনও প্রোগ্রামের শিডিউল নেই।
ইসলামী গণতান্ত্রিক পাটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১৭ মার্চ বছরব্যাপী আয়োজনের উদ্বোধন করবেন তারা।

 

/এসটিএস/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা