X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মেসিদের বদনাম করতে গিয়ে বার্তোমেউ নিজেই গ্রেফতার!

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০২১, ১৯:৩৭আপডেট : ০১ মার্চ ২০২১, ১৯:৩৯

অস্বীকার করেছিলেন সব। ভাবা হয়েছিল, সেখানেই হয়তো সব চুকে গেছে। কিন্তু না, সব শেষ হয়ে যায়নি। বার্সেলোনার পুলিশ ঠিকই এতদিন তদন্ত চালিয়ে যাচ্ছিল। আর সেই তদন্তে ফেঁসে গেছেন বার্সেলোনা ফুটবল ক্লাবের সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। স্প্যানিশ দুই সংবাদমাধ্যম কাদেনা এসইআরআরএসি ওয়ানের খবর, বাড়ি থেকে বার্তোমেউকে গ্রেফতার করেছে পুলিশ।

চাপের মুখে বার্সেলোনার সভাপতি পদ থেকে সরে দাঁড়ানো বার্তোমেউয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, লিওনেল মেসিসহ ক্লাবের সিনিয়র খেলোয়াড়দের নামে কুৎসা রটানোর জন্য প্রতিষ্ঠান ‘ভাড়া’ করেছিলেন তিনি। মেসি-পিকে ছাড়াও তালিকায় ছিলেন ক্লাবটির সাবেক কিংবদন্তিরা। যার মধ্যে ছিলেন কার্লেস পুয়োল-জাভি-পেপ গার্দিওয়ারাও। যদিও কাদেনা এসইআরের প্রতিবেদনে উঠে আসা এই অভিযোগ অস্বীকার করেছিলেন সাবেক বার্সা বস।

তবে মুক্তি মেলেনি বার্তোমেউয়ের। তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন বার্সার সিনিয়র খেলোয়াড়রা। সেই অভিযোগে কিছুদিন ধরে বার্সেলোনা পুলিশ তদন্ত করে আসছিল। আর আজ (সোমবার) নাকি বার্তোমেউকে গ্রেফতার করা হয়েছে তার বাড়ি থেকে। কাদেনা এসইআরআরএসি ওয়ান এই খবর দেওয়ার সঙ্গে এটাও ছেপেছে, বার্তোমেউয়ের সঙ্গে গ্রেফতার হয়েছেন তার সময়কার বার্সার মহাব্যবস্থাপক অস্কার গ্রাই ও আইনি বিভাগের প্রধান রোমান গোমেজ পন্তি। এই দুজনকে বার্সেলোনার ক্লাব অফিস থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর স্প্যানিশ সংবাদমাধ্যম দুটির।

এ বিষয় নিয়ে পুলিশ তাৎক্ষণিক কোনও মন্তব্য করতে রাজি হয়নি। অভিযোগটা মূলত সাবেক বার্সেলোনা সভাপতি বার্তোমেউদের ওপরই ছিল। তিনিই নাকি আইথ্রি নামক একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সব মানুষদের নামে বদনাম ছড়ানোর, যাদের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। যার মধ্যে ছিলেন বার্সেলোনার উজ্জ্বল সব মুখ মেসি, পিকে, কার্লেস পুয়োল, জাভি ও পেপ গার্দিওলা।

সেসময় কাদেনা এসইআররের খবর ছিল, ২০১৭ সাল থেকে বার্তোমেউয়ের ভাবমূর্তি উজ্জ্বল করার কাজ করে যাচ্ছে আইথ্রি। সামনের নির্বাচন সামনে রেখে এই পরিকল্পনায় রাখা হয় বার্তোমেউদের ‍সঙ্গে বনিবনা না হওয়া খেলোয়াড় কিংবা ক্লাবের উজ্জ্বল মুখগুলোর বদনাম ছড়ানোর। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যাপারে ইতিবাচক দিক তুলে ধরার কাজও করতো জনসংযোগ প্রতিষ্ঠানটি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী