X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আইরিশদের ‘ভুলে’ তানভীরের সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ২১:২২আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:২২

চট্টগ্রামে চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ১৫১ রানে থামিয়ে দিয়েছিলেন তানভীর ইসলাম। বাংলাদেশ ইমার্জিং দলের এই স্পিনার দ্বিতীয় ইনিংসে হয়ে উঠলেন আরও ভয়ঙ্কর। তুলে নিলেন ৮ উইকেট। সব মিলিয়ে ম্যাচে ১৩ উইকেট নিয়ে আড়াই দিনে জয়ের নায়ক এই তানভীর। মাত্র ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা বাঁহাতি স্পিনার সাফল্যের পেছনে প্রতিপক্ষের দুর্বলতাকেই সামনে আনলেন।

আজ (সোমবার) সংবাদমাধ্যমকে তানভীর বলেছেন, ‘আমার লাল বলে চার দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব একটা ছিল না। আয়ারল্যান্ড দলটিতে জাতীয় দলের খেলোয়াড় ছিল। ওরা ভালোই করছিল। কিন্তু আমাদের চাম্পাকা স্যার বলে দিয়েছিলেন, উইকেট টু উইকেট, ভালো লেন্থে বল করতে। ওরাই ভুল করেছে বেশি। আমি প্রসেস ঠিক রেখে সাফল্য পেয়েছি।’

এদিকে অধিনায়ক সাইফ হাসান চার দিনের ম্যাচের সাফল্য সীমিত ওভারের ক্রিকেটেও ধরে রাখতে চান, ‘এইচপির ক্যাম্পের সবাই শেষ কয়েক মাস ধরে অনুশীলন করছিল, কঠোর পরিশ্রম করছিল। আমরা যারা জাতীয় দল থেকে এসেছি তাদের প্রস্তুতিও ভালো ছিল। এজন্য পারফরম্যান্সও ভালো হয়েছে। সামনে ওয়ানডে সিরিজ। এ জয়ের অভিজ্ঞতা সামনে কাজে দেবে। সাদা বলের জন্যও আমাদের প্রস্তুতি ভালো। আশা করি, সীমিত ওভারের ম্যাচগুলোতেও আমরা ভালো করতে পারবো।’

চার দিনের ম্যাচ শেষে চট্টগ্রামে ৫, ৭, ৯ মার্চ হবে সিরিজের প্রথম তিন ওয়ানডে। এরপর ঢাকায় ফিরে ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে শেষ দুই ওয়ানডে। আর ১৭ ও ১৮ মার্চ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ১৯ মার্চ ঢাকা ছাড়বে আয়ারল্যান্ড ‘এ’ দল।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’