X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘মনে হলো, অনেক বছর পর একেকজনকে দেখছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ২১:৫৯আপডেট : ০১ মার্চ ২০২১, ২২:০০

টানা পাঁচ দিন নিউজিল্যান্ডে হোটেলবন্দী বাংলাদেশের ক্রিকেটাররা। গত তিন দিন আধঘণ্টার জন্য মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ পেলেও তাতে কী আর শান্তি মিলছে! এখন তামিম ইকবালরা আছেন দ্বিতীয় করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফলের অপেক্ষায়। মঙ্গলবার দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ এলেই অন্তত জিম শুরু করতে পারবেন তারা। আপতত বন্দী জীবন কাটছে তাদের ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে-অ্যামাজন প্রাইমে।

সোমবার নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় তামিম বলেছেন, ‘কালকে (মঙ্গলবার) যদি আমাদের সবার কোভিড টেস্ট নেগেটিভ আসে, তাহলে আমরা পরশু দিন (বুধবার) থেকে জিম ব্যবহার করতে পারবো। এখানে দুইটা জিম আছে নিচে, যেখানে আমরা ভিন্ন ভিন্ন গ্রুপে গিয়ে ব্যবহার করবো।’

১৪ দিনের কোয়ারেন্টিন পূরণ হলেই কেবল স্বাধীনভাবে সবকিছু করতে পারবেন ক্রিকেটাররা। তবে তার আগে অষ্টম দিনে আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে অনুশীলনের সুযোগ মিলবে। এ প্রসঙ্গে ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘যদি সব ঠিকঠাক থাকে, আট নম্বর দিন থেকে আমাদের ছোট ছোট গ্রুপে অনুশীলনের জন্য অনুমতি পাবো। যেখানে আমরা মাঠে গিয়ে অনুশীলন করতে পারবো। আমি সে দিকেই তাকিয়ে আছি। অনেকদিন হয়ে গেল, এগুলো যখনই শুরু হয়ে যাবে তখনই আশা করি, আমাদের ফোকাসটা পুরোপুরি ক্রিকেটে ফিরে আসবে।’

অন্য সবার মতো বন্দী জীবন তামিমেরও ভালো লাগছে না, ‘কেমন লাগছে এটা... (হাসি), ঠিক আছি। এটা তো এখন আসলে মেনে নিতে হবে। যেখানেই যাব সেখানেই এই নিয়ম-কানুন থাকবে। সেটি মেনে নিতেই হবে।’

সিনেমার বড় ভক্ত তামিম। হোটেল রুমে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম দেখেই সময় কাটছে বাংলাদেশের সেরা ওপেনারের, ‘২৪ ঘণ্টার মধ্যে রুমের মধ্যে সাড়ে ২৩ ঘণ্টাই থাকতে হয়। সৌভাগ্যবশত রুমের মধ্যে সাইকেল দিয়েছে। আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি, সাইক্লিং এখানে আমরা করতে পারি। তাছাড়া আমার টাইম পাস হচ্ছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এসব দেখেই। এছাড়া ঘুম কিংবা খাওয়া-দাওয়া ছাড়া অন্য কিছু করার নেই।’ 

গত শুক্রবার প্রথমবারের মতো খোলা বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তামিম বলেছেন, ‘প্রথমবারের মতো যখন ফ্রেশ এয়ারে গিয়েছিলাম একটু আজবই লাগছিল। কারণ, দুই-তিন দিন আমরা রুমের মধ্যে ছিলাম। তারপর হঠাৎ করে আমাদের অনুমতি দেওয়া হলো। তখন সবার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। মনে হলো, অনেক বছর পর একেকজনকে দেখছি। যেহেতু নিচে ফ্রেশ এয়ারের জন্য একটা গ্রুপ সেট করা থাকে, পাঁচ-সাত জনের গ্রুপে আমরা যাই। তো এখনও অনেক টিমমেট আছে যাদের সঙ্গে আমাদের দেখা হয়নি। তো যেটা বললাম, এটা ডিফারেন্ট, চ্যালেঞ্জিং, তবে সময় কেটে যাচ্ছে।’

তামিম ব্যক্তিগত আইসোলেশন নিয়ে আরও বললেন, ‘সেলফ আইসোলেশন কঠিন। তবে সত্যি কথা, আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আমি মনে করেছিলাম আরও কঠিন হবে। কিন্তু সময় পার হয়ে যাচ্ছে। চার-পাঁচ দিন হয়ে গেল। আর বেশি দিন নেই। আশা করি, বাকি সময়গুলো দ্রুত কেটে যাবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া