X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গুরুতর অসুস্থতা ৮০ শতাংশ কমাতে পারে করোনার টিকা

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০২১, ০৮:৫৪আপডেট : ০২ মার্চ ২০২১, ০৮:৫৪
image

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কিংবা ফাইজার-বায়োএনটেক টিকার যেকোনওটির এক ডোজ গ্রহণের পরই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার ঝুঁকি ৮০ শতাংশের বেশি কমে যায়। পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) সাম্প্রতিক এক বিশ্লেষণে বলা হয়েছে, টিকা গ্রহণের তিন বা চার সপ্তাহের মধ্যে মানব দেহে এর প্রভাব শুরু হয়। প্রথম ডোজ গ্রহণকারী ৮০ বছরের বেশি বয়সীদের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। ব্রিটিশ বিজ্ঞানীরা এই ফলাফলের প্রশংসা করলেও জোর দিয়ে বলেছেন, সর্বোচ্চ সুরক্ষার জন্য দুই ডোজই গ্রহণ করা প্রয়োজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সোমবার ডাউনিং স্ট্রিটে এক ব্রিফিংয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককম বলেছেন, টিকাগ্রহণের সাম্প্রতিক ফলাফল খুবই জোরালো। তিনি বলেন, গত কয়েক সপ্তাহে যুক্তরাজ্যে ৮০ বছরের বেশি বয়সীদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়ার পরিমাণ কেন কমে গেছে তা এই ফলাফল দিয়ে ব্যাখ্যা করা সম্ভব।

ওই একই সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার প্রফেসর জোনাথন ভ্যান-ট্যাম বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে আমাদের এক ভিন্ন দুনিয়ায় নিয়ে যাওয়ার আশা যোগাচ্ছে এই ফলাফল।’ তবে তিনি বলেন, টিকার পূর্ণ ডোজ গ্রহণ করা এখনও খুবই গুরুত্বপূর্ণ।

যুক্তরাজ্যের দুই কোটিরও বেশি মানুষ ইতোমধ্যে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর তিন ভাগের এক ভাগই প্রাপ্তবয়স্ক মানুষ। এদিকে নতুন হিসেবে দেখা গেছে ২৮ দিনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ১০৪ জনের। আর নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৪৫৫ জনের।

/জেজে/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না