X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ধনকুবের পালানোর ঘটনায় জাপানের হাতে পিতা-পুত্রকে তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০২১, ১৩:৩৬আপডেট : ০২ মার্চ ২০২১, ১৩:৩৬
image

২০১৯ সালে জাপান থেকে নিশানের সাবেক চেয়ারম্যান কার্লোস গোয়েনের নাটকীয় পালানোর ঘটনায় জড়িত থাকায় এক পিতা ও পুত্রকে টোকিও’র হাতে তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই দুই জনের বিরুদ্ধে গোয়েনকে পালাতে সহায়তা করার অভিযোগ রয়েছে। কয়েক মাসের আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর তাদের জাপানের হাতে তুলে দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাদ্যযন্ত্রের বাক্সের মধ্যে লুকিয়ে লেবাননে পালিয়ে যান জাপানের গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান নিশানের সাবেক প্রধান কার্লোস গোয়েন। আর্থিক অসদাচরণের অভিযোগে বিচারের মুখে থাকা গোয়েনকে হলিউড ছবির মতো করে এই পালানোতে সাহায্য করার নেপথ্যে ভূমিকা রাখেন তার স্ত্রী। তাকে সহায়তা দেয় একটি গ্রেগরিয়ান গানের দল ও বিশেষ বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তারা। গোয়েন একটি প্রাইভেট বিমানে করে প্রথমে তুরস্কের ইস্তানবুল এবং পরে সেখান থেকে লেবাননের বৈরুতে পালিয়ে যান। বর্তমানে সেখানেই বসবাস করছেন তিনি। লেবাননের সঙ্গে প্রত্যার্পণ চুক্তি না থাকায় তাকে ফিরিয়ে আনতে পারছে না জাপান।

কার্লোস গোয়েনকে সহায়তা দেওয়ার অভিযোগে জাপানে বিচারের মুখোমুখি হওয়া এড়াতে যুক্তরাষ্ট্রে গত কয়েক মাস ধরে আইনি লড়াই চালান মাইকেল টেইলর ও তার ছেলে পিটার টেইলর। গত বছরের মে মাস থেকে যুক্তরাষ্ট্রের একটি কারাগারে বন্দি থাকা অবস্থায় আইনি লড়াই চালাতে পারলেও মার্কিন সুপ্রিম কোর্ট তাদের আবেদন প্রত্যাখ্যান করে দেয়। আর এতেই তাদের জাপানের হাতে তুলে দেওয়ার সুযোগ উন্মুক্ত হয়।

প্রসিকিউরেটররা জানিয়েছেন, ২০১৯ সালের ২৯ ডিসেম্বর গোয়েনকে জাপান থেকে পালাতে সহায়তা করার বিনিময়ে এই পিতা-পুত্র ১৩ লাখ মার্কিন ডলার নেন। ৬০ বছর বয়সী প্রাইভেট সিকিউরিটি বিশেষজ্ঞ এবং মার্কিন বাহিনীর সাবেক বিশেষ কর্মকর্তা মাইকেল টেইলর। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল সিকিউরিটি কর্পোরেশন নামে একটি নিরাপত্তা সংস্থা পরিচালনা করতেন। এই সংস্থাটি বিদেশে কঠিন পরিস্থিতিতে থাকা মানুষদের পালাতে সহায়তা দিয়ে থাকে। তার প্রোফাইল অনুযায়ী প্রায় ২৪টি সফল অভিযান পরিচালনা করেছেন তিনি। এর প্রতিটির জন্য তিনি ২০ হাজার থেকে শুরু করে ২০ লাখ ডলার পর্যন্ত নিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে কার্লোস গোয়েনকে পালাতে সহায়তা করায় দুই পাইলট ও এক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত।  একটি বেসরকারি এয়ারলাইন্সে কর্মরত ছিলো তারা। ইস্তানবুলের একটি আদালত তাদের প্রত্যেককে চার বছরের কারাদণ্ড দেয়। তবে অপরাধের ঘটনা জানাতে ব্যর্থতার অভিযোগ থেকে খালাস পেয়েছেন দুই ফ্লাইট অ্যাটেনডেন্ট। 

/জেজে/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়