X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হাজতিকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন পুশের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ মার্চ ২০২১, ১৫:২৯আপডেট : ০২ মার্চ ২০২১, ১৫:২৯

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রূপম কান্তি নাথ নামের এক হাজতিকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চট্টগ্রাম জেল সুপারসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের কারা হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) বাদীর আইনজীবী ভুলন লাল ভৌমিক এ তথ্য জানিয়েছেন। ভুক্তভোগীর স্ত্রী ঝর্ণা রানী দেবী সোমবার (১ মার্চ) চট্টগ্রাম মহানগর হাকিম হোসাইন মোহাম্মদ রেজার আদালতে মামলাটি দায়ের করেন বলে তিনি জানান।

নির্যাতনের খবর পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি বন্দি রূপম কান্তি নাথের উন্নত চিকিৎসার জন্য আদালতে আবেদন করেন মামলার বাদী। আদালত আবেদনটি মঞ্জুর করেন। বর্তমানে রূপম কান্তি নাথ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

তবে রূপম কান্তি নাথকে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছে কারা কর্তৃপক্ষ। তাদের দাবি, কারাগারে কাউকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন পুশ করার সুযোগ নেই। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

আইনজীবী ভুলন লাল ভৌমিক বাংলা ট্রিবিউনকে বলেন, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের ১৩ (১) (২) এর (ক) (খ) (গ) ধারায় মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী। মামলায় সাতকানিয়া উপজেলার মৌলবীর দোকান এলাকার রতন ভট্টাচার্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলার ও জেলখানায় কর্তব্যরত সহকারী সার্জনকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় আরও বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন।

মামলার এজাহারে বাদী ঝর্ণা রানী উল্লেখ করেন, এজাহারভুক্ত আসামি রতন ভট্টাচার্যের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় (জিআর মামলা নম্বর ৩৩২/১৮) গত বছরের ১৫ ডিসেম্বর কারাগারে যান ভুক্তভোগী রূপম কান্তি দেবনাথ। চলতি বছরের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি আসামিরা পরস্পর যোগসাজশে রূপমকে (বাদীর স্বামী) অন্যায়ভাবে বিচারাধীন মামলায় জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের জন্য এবং স্থায়ীভাবে মানসিক ভারসাম্যহীন করার জন্য শারীরিক নির্যাতন, বিষাক্ত নেশা জাতীয় দ্রব্য পুশ ও বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করেন।

এ সম্পর্কে চট্টগ্রামের জেল সুপার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগটি মিথ্যা। কারাগারে অনেক কয়েদি থাকেন, এর মধ্য থেকে একজনকে নিয়ে পৃথক করে বৈদ্যুতিক শক দেওয়ার সুযোগ নেই। কোনও কয়েদিকে নির্যাতন করলে সেটি গোপন থাকবে না। অন্য কয়েদিরা সেটি জানার কথা।’

নির্যাতন করা না হলে রূপম কান্তি নাথের শরীরে আঘাতে চিহ্ন কীভাবে এলো জানতে চাইলে তিনি বলেন, তার শরীরে ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি ছিল, যে কারণে তিনি হাঁটার সময় মাঝে মধ্যে ঘুরে পড়ে যান। পড়ে গিয়ে তার শরীরে জখম হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে শুনেছি। বিষয়টি আদালত তদন্ত করছে, তাই এ বিষয়ে আমার বেশি কিছু বলার নেই বলে মন্তব্য করেন তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা