X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘কর্নার থেকে মেসি-রোনালদো দুই গোল করলে আলোড়ন হতো’

তানজীম আহমেদ
০২ মার্চ ২০২১, ১৫:৫৭আপডেট : ০২ মার্চ ২০২১, ১৫:৫৭

এমনিতে অনলাইন বেটিং কিংবা পাতানো ম্যাচের অভিযোগে চাপে আছে ব্রাদার্স ইউনিয়ন। এর মাঝে অবশ্য প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ জয়টা তাদের জন্য স্বস্তিদায়কও বটে। পাতানো ম্যাচের দায়ে অভিযুক্ত আরেক ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে তারা। একই সঙ্গে একটি বিরল ঘটনারও জন্ম দিয়েছে এই ম্যাচ!

কমলা জার্সিধারীদের অভিজ্ঞ মিডফিল্ডার ফয়সাল মাহমুদ এই ম্যাচে সরাসরি কর্নার থেকে দুই গোল করে সবাইকে চমকে দিয়েছেন। আর এমন দুটি গোল করে ৩৫ বছর বয়সী ফুটবলার নিজেও খুব অবাক!

সাধারণত দলের সেটপিস কিংবা কর্নার থেকে নিজেই শট নিতে অভ্যস্ত ফয়সাল মাহমুদ। তার কর্নার থেকে সতীর্থরা আগেও গোল করেছেন। এবার অবশ্য নিজেই সরাসরি কর্নার থেকে দুটি গোল করলেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

দুই অর্ধে অবিশ্বাস্য এই দুই গোলের পর থেকে চারদিক থেকে প্রশংসাও পাচ্ছেন তিনি। দেশের ফুটবলে অবিশ্বাস্য এমন গোলের পর বাংলা ট্রিবিউনকে এই ফুটবলার বলেছেন, ‘আমার কাছে এখনও বেশ অবাক লাগছে। যদিও আমি সরাসরি গোল করার লক্ষ্য নিয়েই শট নিয়েছিলাম। গোল হয়েও গেলো। আসলে আমাদের দেশে এক ম্যাচে কর্নার থেকে সরাসরি দুই গোল করার রেকর্ড তো মনে হয় কারও নেই। আমি আমার দেড় যুগের বেশি ক্যারিয়ারে কখনও দেখিনি বা শুনিনি।’

যদিও এরপর কিছুটা হতাশ কণ্ঠেই তিনি বলেছেন, ‘যদি এমন দুটি গোল মেসি কিংবা রোনালদো করতো। তাহলে দেখতেন কত হইচই হতো। আমাদের এখানে সেভাবে হচ্ছে কই। এর কারণ হয়তো বা আমাদের ফুটবলের জনপ্রিয়তা কমে গেছে। আগের মতো জনপ্রিয়তা থাকলে অনেক আলোড়ন হতো নিশ্চয়ই।’

২০০৩ সালে মোহামেডান দিয়ে ফয়সাল মাহমুদের ক্যারিয়ার শুরু। তার পর আবাহনী লিমিটেড,শেখ রাসেল, শেখ জামাল হয়ে ব্রাদার্স ইউনিয়নে খেলার অভিজ্ঞতা আছে তার।

এত অভিজ্ঞতা ও কঠোর পরিশ্রমের কারণেই এমন গোল এসেছে বলে মনে করেন ফয়সাল, ‘এখনও আমি সেটপিস নিয়ে অনুশীলনে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করে থাকি। এছাড়া আমার দীর্ঘ ক্যারিয়ারে মারুফুল হক ভাই কিংবা নাইমুদ্দিন ওস্তাদ(ভারতীয় কোচ) সাহায্য করেছেন। কীভাবে বলের গতি পরিবর্তন করতে হয়, তাদের কাছ থেকে অনেকটাই শিখেছি। বলতে পারেন আমার কঠোর পরিশ্রমেই এমন গোল হয়েছে।’

ঘরোয়া ফুটবলের পাশাপাশি জাতীয় দলেও দীর্ঘ সময় খেলেছেন ফয়সাল। এই তো দুই বছর আগে ঢাকার সাফ ফুটবল দলে জায়গা করে নিয়েছিলেন। তবে বুড়িয়ে গেলেও ফয়সালের উপলব্ধি, জাতীয় দলে খেলার মতো ফিটনেস তার আছে, ‘আমি তো মাঠে ৯০ মিনিট খেলছি। আমার মনে হয় জাতীয় দলে খেলার মতো যোগ্যতা আমার এখনও আছে। রোনালদো-ইব্রাহিমোভিচ খেলতে পারলে আমি কেন পারবো না। আমি এখনও স্বপ্ন দেখি লাল-সবুজ জার্সি গায়ে খেলতে পারবো।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা