X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গাছে ঝুলছিল কিশোরীর লাশ

জামালপুর প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ২০:০২আপডেট : ০২ মার্চ ২০২১, ২০:০২

জামালপুরে এক কিশোরীর গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সামিয়া আক্তার (১৩)। সে শহরের পাথালিয়া গ্রামের সফুর মিয়ার মেয়ে ও শাহজামাল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

মঙ্গলবার (২ মার্চ) সকাল সড়ে ৯ টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের পাশে শহরের মনিরাজপুর জামতলী এলাকায় মেহগনি বাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা না এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে গাছের যে ডালে সে শূন্যে ঝুলছিল অন্যের সাহায্য ছাড়া সেখানে একা পৌঁছানো সম্ভব নয় বলে স্থানীয়দের ধারণা।

নিহত সামিয়ার বাড়ি ওই মেহগনি বাগানটি থেকে ৫ কিলোমিটার দূরে। মেহগনি গাছের বাগানটি একজন ব্যাংক কর্মকর্তার বলে জানা যায়।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরার সময় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় কিশোরীর মরদেহটি দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে তা ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই জানা যাবে যে এটা হত্যা নাকি আত্মহত্যা।

তিনি আরও জানান, মেয়েটি দুই মাস আগে থেকে তার নিজ বাসায় থাকে না। কেন বাসায় থাকে না বা কোথায় ছিল এতদিন তা এখনও জানা যায়নি। তবে এই বিষয় নিয়ে তদন্ত চলছে। তদন্তের পরই সব কিছু জানা যাবে বলে জানান তিনি।

মৃত সামিয়ার মা জয়নব জানান, গত সাত মাস আগে বাগেরহাটা বটতলা এলাকার জনি নামের এক ছেলের সাথে পালিয়ে যায় সামিয়া। কিছুদিন থাকার পর জনি সামিয়াকে ছেড়ে দেয়। তাদের বিয়ে হয়নি। এরপর শহরের ফুলবাড়িয়া মুন্সিপাড়া এলাকার নুরুল ইসলামের বাড়িতে থাকতো সামিয়া।

তিনি আরও জানান, নুরুল ইসলামের স্ত্রী আমাকে বোন বানিয়েছিল। তাই সামিয়া তাদের বাড়িতে থাকতো। গত তিনদিন আগেও আমি সামিয়ার সাথে দেখা করে আসছিলাম।
মঙ্গলবার সকালে শুনি যে আমার মেয়ে মারা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে পাথালিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, সামিয়া অনেক আগে থেকেই তাদের বাড়িতে থাকে না। গতকাল সামিয়া তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছে। সেখানে লেখা ছিল যে, এই রঙিন দুনিয়ায় আর থাকতে চায় না।

তবে তার ফেসবুক আইডির কোনও সন্ধান এখনও পাওয়া যায়নি।

শহরের ফুলবাড়িয়া মুন্সিপাড়া এলাকার নুরুল ইসলামের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা