X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২১, ২০:১৪আপডেট : ০২ মার্চ ২০২১, ২০:১৪

ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন,এ আইনে অপপ্রয়োগ বন্ধ এবং নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ সাংবাদিকরা।

মঙ্গলবার (২ মার্চ) কাওরান বাজারে সার্ক ফোয়ারার সামনের সড়কে তারা এই মানববন্ধন করেন।

এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, ‘এই আইন তৈরির প্রক্রিয়া যখন শুরু হয়, তখন থেকেই সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষ এ আইন নিয়ে এক ধরনের ভীতির মধ্যে ছিল। সাংবাদিকদের লেখনীর ধারাকে রুখে দিতে এই আইন একটি হাতিয়ার হিসেবে কাজ করছে। এই আইনের মধ্য দিয়ে সাংবাদিকদের স্বাধীনতা,সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় একের পর এক মামলা দিয়ে সাংবাদিকদের গ্রেফতার করা হচ্ছে। দিনের পর দিন জেলে রাখা হচ্ছে।’

তিনি  বলেন, ‘সরকারি বিভিন্ন সংস্থা, কর্মকর্তা, বেসরকারি বিভিন্ন ব্যক্তিবর্গ এবং সমাজের যারা দুষ্টু লোক আছেন, তারা এই আইনে মামলার ভয় দেখিয়ে সাংবাদিকদের দায়িত্ব থেকে বিরত করার চেষ্টা করছে। এই আইনটি করার আগ মুহূর্তে সাংবাদিকরা যে আশঙ্কা করছিল যে, আইনটি দ্বারা তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে. এখন সেটা বারবার প্রমাণিত হচ্ছে। এ ছাড়াও সাধারণ মানুষকে যে বাক-স্বাধীনতার অধিকার সংবিধানে দেওয়া হয়েছে, সেখানেও প্রতিবন্ধকতা দেখা গেছে।’

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, আমরা দাবি করবো আইনটি যদি বিলুপ্ত করা যায়, তাহলে সবচেয়ে ভালো হয়। তা না-হলেও এই আইন সংশোধন করে সাংবাদিক ও গণমাধ্যমকে যেন এর আওতামুক্ত রাখা হয়।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বলেন, ‘এই আইন নিয়ে সাংবাদিক সমাজের যে উদ্বিগ্নতা ছিল, তা আজ প্রমাণিত হয়েছে। সাংবাদিকরা এখন একটা স্ট্যাটাস দিতে গিয়েও ভয় পায়। তারা মনে করেন, একটি স্ট্যাটাস দিলে  মামলা দিয়ে তাদের জেলে পাঠানো হতে পারে। সাম্প্রতিক সময়ে তার প্রমাণ আপনারা পেয়েছেন। আমরা বিশ্বাস করি, সাংবাদিক সমাজ মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। তারা স্বাধীনভাবে সাংবাদিকতা পেশায় থাকতে চান।’

নোয়াখালীতে সাংবাদিকের মৃত্যুর ঘটনা উল্লেখ করে আক্তার হোসেন  বলেন, ‘এক ধরনের কালো অধ্যায় তৈরি হয়ে যাচ্ছে। কোনও সাংবাদিক মারা গেলে ও আহত হলে সেটার মামলা হয় না, তদন্ত হয় না, চার্জশিট জমা পড়ে না। একদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়ে, অপরদিকে সাধারণভাবে কাজ করতে গেলেও ভয় কাজ করে। পাড়া-মহল্লায় মস্তান বাহিনী তৈরি হয়েছে। তারা সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চায়। আমি মনে করি, প্রত্যেকটি ঘটনায সরকারের তদন্ত করা দরকার। দোষীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দেওয়া হোক।’

‘সাধারণ সাংবাদিকবৃন্দের’ ব্যানারে এ সময় তিনটি দাবি তুলে ধরা হয়। তাদের দাবিগুলো হচ্ছে— নোয়াখালীতে সাংবাদিক হত্যার ঘটনায় দ্রুত তদন্ত করা।  ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে কোনও মামলা হলে তার জন্য আলাদা তদন্ত কমিটি গঠন।

মানববন্ধনে ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের  সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

 

 

/এসএইচ/এপিএইচ/
সম্পর্কিত
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
চলতি মাসেই বঙ্গবাজারে বহুতল মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন  
টানা দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
সর্বশেষ খবর
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন