X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভারতে উচ্চশিক্ষা নিয়ে ঢাকায় এডুকেশন মিট অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ মার্চ ২০২১, ২০:৪৪আপডেট : ০২ মার্চ ২০২১, ২০:৪৪

বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ শিক্ষা নিয়ে ঢাকায় এডুকেশন মিট-২০২১ অনুষ্ঠিত হয়েছে।ভারতীয় দূতাবাসের সহযোগিতায়, এডুকেশন এক্সিলেন্স প্রতিষ্ঠানের আয়োজনে, গত সপ্তাহে ওয়েস্টিন হোটেলে আয়োজিত এডুকেশন মিটে ভারতের ১৬ টি বিশ্ববিদ্যালয় এবং স্কুল অংশগ্রহণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে শুক্রবার স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় আয়োজিত ‘এডুকেশন মিট- ২০২১’ উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের উপ-রাষ্ট্রদূত বিশ্বদীপ দে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারত সরকারের ‘স্টাডি ইন ইন্ডিয়া’ কর্মসূচির হেড অব ডিপার্টমেন্ট সন্দীপ গোয়েল, এডসিলের নির্বাহী পরিচালক ড. ঊত্তম বি সাপাতি এবং এডুকেশন এক্সিলেন্সের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সামিরা ফারহাত আমিন।

স্টাডি ইন ইন্ডিয়া প্রকল্পের প্রধান সন্দীপ গোয়েল বলেন, এই এডুকেশন মিট-২০২১ - এ বাংলাদেশের শিক্ষার্থীদেরকে দেশের বাইরে ভারতের উচ্চ শিক্ষার সুযোগের পরিধি সম্পর্কে জানিয়েছে। বিদেশী শিক্ষার্থীদের জন্য ভারতে যে সুবিধা রয়েছে সেখানে, প্রতিবেশী বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে।

এডসিল ইন্ডিয়ার নির্বাহী পরিচালক ড. উত্তম বি সাপাতে বলেন, এখানে বিদেশী শিক্ষার্থীদের জন্য দুই হাজারের বেশি শিক্ষাবৃত্তি রয়েছে। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা অবশ্যই সে বৃত্তি পাবে।এবং যোগ্য শিক্ষার্থীদেরকে স্টাডি ইন ইন্ডিয়ার পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করা হবে।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে, প্রতিষ্ঠাতা এবং সিইও সামিরা ফারহাত আমিন বলেন, বাংলাদেশের যে সকল শিক্ষার্থী‘স্টাডি ইন ইন্ডিয়া’ কর্মসূচির সদস্যের সাথে সরাসরি সাক্ষাৎ করতে চায়, তাদের জন্য এই আয়োজন (এডুকেশন মিট) একটি মাধ্যম হিসেবে কাজ করেছে। পাশাপাশি, আগ্রহী আবেদনকারীরা এই কর্মসূচির বিভিন্ন দিক এবং সুযোগ সম্পর্কেও জানতে পেরেছেন। ভারতে প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো এই মেলায় অংশগ্রহণ করে উল্লেখ করে, সামিরা আরও বলেন, স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় থাকা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছ থেকে এককভাবে বিভিন্ন কোর্স সম্পর্কে জানতে পারেন বাংলাদেশী শিক্ষার্থীগণ।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী