X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ডে নতুন বলেই আসল চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২১, ২১:৩৭আপডেট : ০২ মার্চ ২০২১, ২১:৩৭

অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রাথমিক দলে থাকলেও শেষ পর্যন্ত মূল স্কোয়াডে জায়গা হয়নি তার। নিউজিল্যান্ডে দুই ওয়ানডে, তিন টি-টোয়েন্টি ও এক টেস্ট খেলা নুরুল মনে করেন, নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের আসল চ্যালেঞ্জ হবে নতুন বল।

তিন ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি খেলতে তামিম-মুশফিকরা নিউজিল্যান্ডে থাকলেও নুরুল জাতীয় লিগের প্রস্তুতি নিচ্ছেন মিরপুরে। সেই প্রস্তুতির ফাঁকে সংবাদমাধ্যমে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর প্রসঙ্গে তিনি বলেছেন, ‘নতুন বলে নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলা আসলে কঠিন। নতুন বল যদি পার করতে পারে, মানিয়ে নিতে পারে, তাহলে ব্যাটসম্যানদের জন্য রান করা অনেক সহজ হয়ে যাবে। আমার ওয়ানডে ও টেস্ট অভিষেক নিউজিল্যান্ডেই হয়েছিল।’

সেই অভিজ্ঞতা থেকে নুরুল বললেন, ‘পুরনো বলে ব্যাটিং করে মজা পাওয়া যায়। বল সুন্দর দেখা যায়। আমাদের দেশে বল পিচে পড়লে আমরা দোমনায় থাকি যে কী হবে! ওখানে ট্রু বাউন্স থাকে। তবে রান করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে।’

২০১৬ সালে নিউজিল্যান্ড সফরে নুরুলের মাথায় উঠেছিল ওয়ানডে ও টেস্ট ক্যাপ। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমে ওয়ানডে অভিষেকে করেছিলেন ২৪ রান। দ্বিতীয় ওয়ানডেতে খাদের কিনারে থাকা বাংলাদেশ তার ৪৪ রানে ভালো অবস্থায় গিয়েছিল। তিন টি-টোয়েন্টির দুটিতে অপরাজিত ছিলেন ৭ রানে, অন্যটিতে করেছিলেন ১০। টেস্টে অভিষেক ইনিংসে ৪৭, পরের ইনিংসে শূন্য।

নিজের অভিজ্ঞতা থেকে নুরুল শোনালেন, ‘টেস্ট, টি-টোয়েন্টি বা ওয়ানডে যা-ই বলেন, নতুন বল খেলা চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। শুরুতেই যদি আমরা উইকেট হারাই, ওই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। শুরুতে যদি কম উইকেট পড়ে, অর্থাৎ বেশি উইকেট হাতে রেখে যদি পরের দিকে আক্রমণে যাই তাহলে ব্যাটসম্যানরা শট খেলার সুযোগ পাবে।’

নিউজিল্যান্ডের মাটিতে কোনও ফরম্যাটেই কখনও জেতেনি বাংলাদেশ। এবার জয়-খরা কাটবে বলে মনে করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান, ‘এর আগে যতবার আমরা নিউজিল্যান্ড সফর করেছি... আমার কাছে মনে হয়, এবার সবচেয়ে ভালো ফল আসবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়