X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা: স্বামী কারাগারে

নোয়াখালী প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ২২:৩৮আপডেট : ০২ মার্চ ২০২১, ২২:৩৮

নোয়াখালীর সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নের চরউরিয়া গ্রামে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে মারধর ও পেটে লাথি মেরে হত্যার ঘটনায় স্বামী মো. রাসেলকে (২৮) কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) তাকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার (১ মার্চ) সকাল ১০টার দিকে নির্যাতনের শিকার ওই গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান। গৃহবধূ রুনা বেগমের (২১) মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই দিন বিকালে তার স্বামীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেন। 

আটককৃত স্বামী মো. রাসেল চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরউরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। নিহত গৃহবধূ রুনা বেগম  চরক্লার্ক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. জামাল উদ্দিনের মেয়ে।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরউরিয়া গ্রামে নিহত গৃহবধূর স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের চাচা সিরাজ ব্যাপারী অভিযোগ করেন, ‘একই ইউনিয়নের রাসেলের সঙ্গে দুই বছর আগে তার ভাতিজিকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। ওই সময় যৌতুক হিসেবে স্বামীকে ১ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়। পরে বিভিন্ন সময় ব্যবসা করার অজুহাতে টাকার কথা বলে রাসেল তার স্ত্রীকে চাপ প্রয়োগ এবং শারীরিকভাবে নির্যাতন করতো। এসব বিষয় নিয়ে সামাজিকভাবে একাধিকবার বৈঠক হয়। গত ২৭ ফেব্রুয়ারি যৌতুকের টাকার জন্য ফের সে স্ত্রীকে মারধর করলে রুনার মৃত্যু হয়।’

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল বলেন, ‘নিহত গৃহবধূর বাবা জামাল উদ্দিন অভিযুক্ত স্বামীসহ ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আটককৃত আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
লরিয়াস অ্যাওয়ার্ড যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
ঘাম কম হবে এই ১০ টিপস মানলে
ঘাম কম হবে এই ১০ টিপস মানলে
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস