রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদী এলাকায় শরীফুজ্জামান শিপন (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পুলিশ বলছে, প্রেমিকার সঙ্গে বিয়ে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে শিপন।
বুধবার (৩ মার্চ) রাত ৩টায় দিকে ঘটনাটি ঘটে। ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক(এসআই) শাহিন আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। এসআই শাহিন জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশে এই সদস্য বলেন, একটি মেয়ের সঙ্গে সম্পর্কের ছিল শিপনের। পরিবার থেকে বিয়ে দিতে রাজি না হওয়ার রাতে সবার অগোচরে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেন। ময়নাতদন্তের তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মৃতের মামা মাহফুজ জানান, ভাগ্নে শিপনের সঙ্গে একটি মেয়ের সর্ম্পক ছিল। পরিবারকে জানালে,
শিপনের বাবা-মা মেয়ের পরিবার সম্পর্কে খোজ খবর নেন। পরবর্তীতে পরিবার বিয়ে রাজি না হওয়ায়। অভিমান করে আত্মহত্যা করে।
জানা যায়, শিপনের বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলার বাখরপুর গ্রামে। তার বাবার নাম জিয়াউল হক। বর্তমানে মানিকদী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।